দক্ষিণবঙ্গ

গলসির বিভিন্ন এলাকায় হাইমাস্টে আলো জ্বলে না, ক্ষুব্ধ বাসিন্দারা

সংবাদদাতা, মানকর: ছ’মাস ধরে হাইমাস্ট বাতিস্তম্ভে আলো জ্বলে না। ফলে সন্ধে নামলেই গলসির উচ্চগ্রাম, কুতরুকী, গলিগ্রামের বেশ কিছু জায়গা অন্ধকারে ঢাকা পড়ছে। এলাকার ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে দরবার করেও সমস্যার সুরাহা হয়নি।
গলসি-১ এর বিডিও জয়প্রকাশ মণ্ডল বলেন, সমস্যার কথা শুনে এজেন্সিকে বলা হয়েছিল। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।
গলসি-১ ব্লকের বিভিন্ন এলাকায় বেশকিছু হাইমাস্ট বাতিস্তম্ভ প্রায় ছ’মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। কিন্তু সেগুলি সারানোর কোনও উদ্যোগ নেই। ফলে রাত হলেই ওই সমস্ত জায়গা অন্ধকারে ঢেকে যাচ্ছে। যেমন উচ্চগ্রাম পঞ্চায়েতের গলিগ্রামের হরিনামতলায় চারমাথা মোড়ে হাইমাস্ট বাতিস্তম্ভ রয়েছে। অলোক মাঝি এখানকার বিধায়ক থাকাকালীন তাঁর তহবিলের টাকায় সেটি বসানো হয়েছিল। স্থানীয় বাসিন্দা মিন্টুগোপাল রায় বলেন, ছ’মাস ধরে ওই বাতিস্তম্ভের ছ’টির মধ্যে পাঁচটি হ্যালোজেন বাতি জ্বলছে না। ফলে রাস্তার অন্ধকার কাটছে না। অথচ ওই জায়গার গুরুত্ব বিবেচনা করেই হাইমাস্টটি বসানো হয়েছিল। অপর এক স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় রায় জানান, যে ঠিকাদার কাজ করেছে, আমরা তাকে জানিয়েছি। ব্লক প্রশাসনকেও জানানো হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি।
শুধু গলিগ্রামে নয়, উচ্চগ্রাম, কুতরুকীতেও একই পরিস্থিতি। হাইমাস্ট বাতিস্তম্ভে আলো না জ্বলায় রাতে যতক্ষণ দোকানপাট খোলা থাকে, ততক্ষণই আলো থাকে। কিন্তু তারপর রাস্তা অন্ধকার হয়ে পড়ে। সামনেই দুর্গাপূজা। অনেকেরই কেনাকাটা সেরে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। সেজন্য পুজোর আগে এসমস্ত হাইমাস্ট বাতিস্তম্ভ ঠিক করার দাবি উঠেছে। তাহলে পুজোর সময় মানুষের সমস্যা হবে না। এলাকার বাসিন্দা সন্দীপ ভট্টাচার্য বলেন, হাইমাস্ট বাতিস্তম্ভ সারানোর জন্য পঞ্চায়েতে লিখিতভাবে জানিয়েছি।উচ্চগ্রাম পঞ্চায়েতের প্রধান কনিজবতুল শেখ বলেন, পুরো অঞ্চলে পাঁচ-ছ’টি বাতি খারাপ হয়ে আছে। আমরা জেলা পরিষদকে জানিয়েছি। খুব তাড়াতাড়ি যাতে সেগুলি সারাই করা হয়-তার চেষ্টা করছি।
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আর্থিক উন্নতি ও গৃহসুখ বৃদ্ধি। বস্ত্রাদি ও বিবিধ অলঙ্কারাদি ব্যবসার গতি বৃদ্ধি ও মানসিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা