দক্ষিণবঙ্গ

গ্রুপবাজি না করার হুঁশিয়ারি সাংসদ শতাব্দীর

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: দলে কোনও ভাবেই যে গ্রুপবাজি চলবে না তা নিয়ে ফের স্পষ্ট বার্তা দিলেন সাংসদ শতাব্দী রায়। শুক্রবার পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে দুবরাজপুরের বেশ কয়েকটি অঞ্চলের নেতা, কর্মী ও ব্লকের সদ্য দায়িত্ব পাওয়া ১৫ জনের কমিটিকে নিয়ে দুবরাজপুরের রবীন্দ্র সদনে বৈঠক করেন সাংসদ। সাংসদ ছাড়াও তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। তবে ভোলানাথ মিত্র এদিনের বৈঠকে ছিলেন না বলে জানা যায়। সেই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ অভিনেত্রী স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন, দলে গ্রুপবাজি চলবে না। সিদ্ধান্ত অনুযায়ী যাঁরা দায়িত্ব পেয়েছেন তাঁরাই সাংগঠনিক কাজ করে যাবেন। আর তার বাইরে কেউ আলাদা ভাবে কাজ করতে চাইলে তাঁর যে সমর্থন থাকবে না তাও সাফ জানিয়ে দেন শতাব্দী। পঞ্চায়েত ভোটের ঠিক মুখে দুবরাজপুরে দলের মধ্যে যে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে সেই আঁচ পেয়ে এদিন সাংসদ কার্যত সবাইকে সতর্ক করে দিলেন। তিনি বলেন, ১৫ জন একসঙ্গে আছেন। তাই এরা অনেক বেশি শক্তিশালী। এদের সঙ্গেও অনেকে আছে। এবার এর মধ্যে কেউ যদি ভাবে দু’একটা লোক নিয়ে গ্রুপ তৈরি করবেন তাহলে এদের সমান হতে পারবেন না। কেন না আমার সমর্থন ওই ১৫ জনের সঙ্গে থাকবে। চালাক, বুদ্ধিমান হলে এদের সঙ্গেই সকলে থাকবেন। একা হলে কোনও যুদ্ধ জেতা যাবেনা। তাই সকলে মিলে লড়তে হবে।  এই প্রসঙ্গে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, ওদের দলে মারপিট শুরু হয়ে গিয়েছে। ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা চলছে। আমরা পঞ্চায়েতে লড়তে প্রস্তুত। দিকে দিকে মানুষ এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
13Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা