দক্ষিণবঙ্গ

গোঘাটে ডিম সিদ্ধর জলে খিচুড়ি তৈরির
অভিযোগ, অসুস্থ বেশ কয়েকজন শিশু

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: গোঘাটে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ডিম সিদ্ধ করা জলে খিচুড়ি রান্নার অভিযোগ উঠেছে। সেই খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। এমনই অভিযোগ তুলে বুধবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। ঘটনায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়েই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছুটে যান গোঘাট-১ বিডিও। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।
বিডিও দীপঙ্কর বিশ্বাস বলেন, অপরিচ্ছন্ন জায়গায় রান্না ও ডিম সিদ্ধর জল দিয়ে রান্না করা খিচুড়ি খেয়ে গত কয়েকদিনে একাধিক শিশুর অসুস্থতার খবর পেয়েই এদিন ওই কেন্দ্রে পরিদর্শনে যাই। বাচ্চাদের পাশাপাশি অভিভাবকদের সঙ্গেও কথা বলেছি। যে অভিযোগগুলি করা হচ্ছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে।  দেখলাম, রান্নাঘরের একটা জানালা ভাঙা ছিল। রান্নাঘরের জায়গাটিও পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এছাড়াও অন্যান্য বেশ কয়েকটি সমস্যা আমাদের নজরে এসেছে। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। গোঘাট গ্ৰামের মহাপ্রভুতলায় রয়েছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। বাসিন্দাদের অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশে মিড ডে মিল রান্না হয়। তেল-মশলা ঠিকঠাক না দিয়ে হলুদ জলে গুলে দিয়েই তরকারি রান্না করা হচ্ছিল। কাজের সুবিধার জন্য ডিম সিদ্ধর জল খিচুড়ি ও তরকারিতে দিয়ে দেওয়া হচ্ছিল। সেই খাবার খেয়ে বাচ্চারা বমি, পায়খানা করছিল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অস্বাস্থ্যকর খাবার খেয়ে বাচ্চাদের অসুস্থ হওয়ার বিষয়টি সামনে আসতেই অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। অভিভাবিকা তুলি পাত্র বলেন, আমার বাচ্চা কয়েকদিন ধরে বাড়িতে বমি ও পায়খানা করছিল। অন্য বাচ্চাদের একই সমস্যা দেখে সন্দেহ হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার থেকে এটা হচ্ছে। এদিন বিষয়টি দেখতে পেয়েই প্রতিবাদ করি। শিশু উন্নয়ন দপ্তরে গিয়েও বিষয়টি জানাই। তাঁরা আশ্বাস দিয়েছেন বিষয়টি দেখার। অভিভাবিকা পায়েল দে বলেন, কয়েকদিন ধরেই বাড়িতে বাচ্চার বমি, পায়খানা হচ্ছিল। পেটে যন্ত্রণা হওয়ার কথা বলেছিল। প্রথমে বুঝতে পারিনি। কাঁচা আলু সিদ্ধ, হলুদ-নুন জল গোলা তরকারি খাবার খেয়ে এই কেন্দ্রের সব বাচ্চা অসুস্থ হয়ে পড়ছিল। ছোট বাচ্চাদের সঙ্গে অঙ্গনওয়াড়ি দিদিরা এমন কাজ কী করে করতে পারে, সেটাই বুঝতে পারছি না। এদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যাবস্থা নিক। গোঘাট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল বলেন, খবর পেয়েই ওই কেন্দ্রে গিয়েছিলাম। ঘটনাটি খুবই দুঃখজনক। গিয়ে দেখলাম, অস্বাস্থ্যকর পরিবেশে ছোট বাচ্চা ছেলেমেয়েদের রান্না হচ্ছে। রান্নাঘরের ভাঙা জানালা দিয়ে ধুলোবালি ঢুকছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বলেছি।
16Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা