উত্তরবঙ্গ

আজ আইএমএ’র ডাকে আউটডোর বন্ধ

সংবাদদাতা, শিলিগুড়ি: আর জি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি অব্যাহত। তবে শুক্রবার সিনিয়র ডাক্তাররা আউটডোরে বসেন। এতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে এদিন আউটডোর পরিষেবা কিছুটা হলেও সচল ছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন মোট এক হাজার জন রোগী আউটটডোরে টিকিট কেটেছেন। এর মধ্যে নতুন টিকিট ছিল ৯০০ জনের। 
তবে শঙ্কা বাড়ছে আজ, শনিবারের আউটডোর পরিষেবা সচল রাখার ক্ষেত্রে। সর্বভারতীয় স্তরে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন আজ সরকারি ও বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখার জন্য তাদের সদস্যদের আবেদন জানিয়েছে। সংগঠনের শিলিগুড়ি শাখার সম্পাদক ডাঃ শঙ্খ সেন বলেন, দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রামাণিককে আমাদের সর্বভারতীয় স্তরের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 
আর জি কর কাণ্ডের প্রতিবাদে এদিন এসইউসি ১২ ঘণ্টার বাংলা বন্‌঩ধের ডাক দিয়েছিল। সেকারণে দূরদূরান্ত থেকে রোগীরা আসতে পারেননি। ফলে কিছুটা হলেও আউটডোরে এদিন রোগীর চাপ কম ছিল। বেলা ১২টা পর্যন্ত মেডিসিন আউটডোর কার্যত শুনশান ছিল। একজন চিকিৎসককে একা বসে থাকতে দেখা যায়। সিএমওএইচ বলেন, আইএমএ’র তরফে শনিবারের কর্মবিরতির কথা জানানো হয়েছে। তবে আমরা পরিষেবা সচল রাখার সব ব্যবস্থাই রাখব। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার ডাঃ সঞ্জয় মল্লিক বলেন, আইএমএ’র সদস্য সব চিকিৎসক নন। আইএমএ’র সদস্যরা কর্মবিরতিতে গেলে, যাঁরা তাদের সদস্য নন তাঁরা পরিষেবায় যোগ দেবেন। এটা ধরেই নেওয়া যায়। কাজেই শনিবার আউটডোর পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এমনটা আমরা আশা করছি না। 
এদিকে, এদিন শিলিগুড়িতে পূর্তদপ্তরের বাংলোয় শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শিলিগুড়ি জেলা হাসপাতালের  সুপার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলাশাসক সহ বিভিন্ন আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। উত্তরবঙ্গ মেডিক্যালের সুপার বলেন, মেয়র বৈঠকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতার, শিলিগুড়ি জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখার বিষয়ে খোঁজখবর নেন। হাসপাতাল এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন উপরও নজর দিতে বলেছেন।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা