উত্তরবঙ্গ

তপনে দেড় কিমি রাস্তা বেহাল, স্থানীয়দের দুর্ভোগ

সংবাদদাতা, তপন: তৈরির সাত বছরের মধ্যে কংক্রিটের রাস্তার বেহাল দশা। যার জেরে তপনের কাজীভাগ এলাকার বাসিন্দারা চরম সমস্যায়। তপন দিঘির পশ্চিমপাড়ে কারবালা মাঠ থেকে তপন হাইস্কুল পর্যন্ত দেড় কিমি রাস্তাটি রয়েছে। তপন পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাস্তাটি তৈরি হয়েছিল। কিন্তু গত তিনবছর ধরে রাস্তার বেহাল দশায় স্থানীয়রা ক্ষুব্ধ। তারা কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন। 
স্থানীয়রা বলেন, বালি-পাথর বোঝাই ট্রাক্টর, বড় গাড়ি যাতায়াতের ফলে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গিয়েছে। কিছু জায়গা ধসে গিয়েছে। ওই রাস্তা দিয়ে তপন নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজে যেতে হয়। এছাড়াও তপন চৌরঙ্গীতে যানজট হলে এই রাস্তা বাইপাস হিসেবে কাজ দেয়। ফলে এমন গুরুত্বপূর্ণ রাস্তার এই দশায় চরম ক্ষুব্ধ বাসিন্দারা। স্থানীয়দের কথায়, রাস্তার কিছু জায়গার এমন দশা, বাইক নিয়ে চলাচল করাও কষ্টকর। অবিলম্বে রাস্তাটি সংস্কার করার পাশাপাশি চওড়া করার দাবিও জানিয়েছেন তাঁরা।  
এবিষয়ে স্থানীয় বাসিন্দা দেবাশিস মণ্ডল বলেন, রাস্তাটি এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয় না। পুরো রাস্তাটি বেহাল। আমরা চাই, রাস্তাটি সংস্কারের পাশাপাশি চওড়া করা হোক। 
একই বক্তব্য স্থানীয় বাসিন্দা তথা শিক্ষক অলক সরকারের। তাঁর কথায়, এই রাস্তা দিয়ে তপন কলেজ, তপন হাইস্কুলে যেতে হয়। অথচ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না। রাস্তাটি দ্রুত মেরামত করা হোক। 
এ ব্যাপারে তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন বলেন, বিষয়টি আমাদের জানা ছিল না। তবে এলাকাবাসী দাবিপত্র দিলে আমরা সমস্যা সমাধানের ব্যবস্থা করব। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা