উত্তরবঙ্গ

একই দিনে বালুরঘাট থানার দুই সিভিকের মৃত্যু

সংবাদদাতা, পতিরাম: মঙ্গলবার একই দিনে পৃথক ঘটনায় মৃত্যু হল দুই সিভিক ভলান্টিয়ারের। দু’জনই বালুরঘাট থানার অধীনে কর্মরত ছিলেন। একজনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অন্যজনের মৃত্যু হয়েছে বাজ পড়ে। এই ঘটনায় বালুরঘাট থানার পুলিস কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা বলেন, আমাদের থানায় কর্মরত দুই সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে। বিষয়টি দুঃখজনক। দু’টি ঘটনাই খতিয়ে দেখা হচ্ছে। 
পুলিস জানিয়েছে, মৃতরা হলেন বালুরঘাটের জলঘর পঞ্চায়েতের গঙ্গাসাগর এলাকার সুমিত সরকার (৩২) এবং অমৃতখণ্ড পঞ্চায়েতের গুঞ্জরপুরের রাজু লাহা (৩৭)। সুমিতবাবু সিভিক ভলান্টিয়ারের কাজের পাশাপাশি ইলেকট্রিকের কাজ করতেন। মঙ্গলবার ছুটি থাকায় একটি বাড়িতে তিনি ইলেকট্রিকের কাজ করতে গিয়েছিলেন। সেখানেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচৈতন্য হয়ে পড়েন। এরপর তাঁকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই যুবকের সঙ্গে কর্মরত অসীম সরকার বলেন, আমার সঙ্গেই কাজ করছিল। ড্রিল মেশিনের তারে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। অন্যদিকে, গুঞ্জরপুরের রাজু লাহা এদিন মাঠে পাট কাটতে গিয়েছিলেন। সেই সময় ঘন মেঘ করে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় বজ্রপাত হয়। বাজ পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রাজুর বাবা মৃগেন লাহা বলেন, সকালে বৃষ্টি হচ্ছিল। সেই সময় জমিতেই বাজ পড়ে। তাতেই ছেলের মৃত্যু হয়। এই মৃত্যু মেনে নিতে পারছি না। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা