উত্তরবঙ্গ

করম পুজোতে সরকারি অনুদানের দাবি, সরব আদিবাসী সংগঠনগুলি

সংবাদদাতা, আলিপুরদুয়ার: দুর্গাপুজোর আগে তরাই-ডুয়ার্সের আদিবাসী মহল্লায় বড় উৎসব করম পুজো। রাজ্য সরকার কয়েক বছর আগে করম পুজোর দিন সবেতন ছুটি ঘোষণা করেছে। দুর্গাপুজো কমিটিগুলির মতো এবার করম পুজোতেও সরকারি অনুদানের দাবি উঠতে শুরু করেছে। কয়েকদিন আগে ডুয়ার্সে বিশ্ব আদিবাসী দিবসের নানা অনুষ্ঠানে করম পুজোয় সরকারি অনুদানের দাবি উঠেছে।
দুর্গাপুজো কমিটিগুলিকে রাজ্য সরকার ৮৫ হাজার টাকা করে অনুদান দিচ্ছে। এবার অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ একই ভাবে সেপ্টেম্বরে করম পুজোয় সরকারি অনুদানের দাবি তুলেছে। সংগঠনের মাদারিহাট ব্লক সভাপতি কুনাল কুজুর বলেন, করম পুজোর খরচেরও বহর বেড়েছে। তাই দুর্গাপুজোর মতো তরাই-ডুয়ার্সের করম পুজোর কমিটিগুলিকেও সরকারি অনুদান দেওয়া হোক। এই দাবিতে জেলাশাসকের মাধ্যমে আমরা রাজ্যে চিঠি পাঠাচ্ছি।
করম পুজোয় সরকারি অনুদানের দাবির বিষয়টি নিয়ে শাসক ও বিরোধী দলের চা শ্রমিক সংগঠনগুলিও সহমত পোষণ করেছে। তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নকুল সোনার বলেন, বাম জমানায় করম পুজোয় ছুটি ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম করম পুজোর দিন সবেতন ছুটি ঘোষণা করেছেন। আমরা চাই এবার সরকারি অনুদান দেওয়া হোক। 
রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক সরাসরি কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, এনিয়ে কোনও কিছু বলব না। তবে আমার কাছে অনুদানের প্রস্তাব এলে রাজ্যে পাঠাব। এলাকার সাংসদ বিজেপির জেলা সভাপতি মনোজ টিগ্গা বলেন, এই দাবির মধ্যে অবশ্যই যৌক্তিকতা আছে। তাই দুর্গাপুজোর মতো করম পুজোর জন্যও সরকারি অনুদান দেওয়া উচিত।  
এবার অক্টোবরে দুর্গাপুজো। তার আগে সেপ্টেম্বরে হবে করম উৎসব। করম পুজোতেও নানা আচার নিয়ম আছে। দুই তিন দিন ধরে করম উৎসব চলে। ফলে করম পুজোতে খরচ বেড়েছে। সরাসরি না বললেও তৃণমূলের আদিবাসী নেতৃত্ব ঘরোয়া আলোচনায় ২০২৬ সালের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে করম পুজোয় সরকারি অনুদান দেওয়া উচিত বলেই মনে করছে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা