উত্তরবঙ্গ

কালভার্ট ধসে চলাচল বন্ধ, আট কিমি ঘুরপথে যেতে হয় গ্রামীণ হাসপাতালে

সংবাদদাতা, রাজগঞ্জ: মহানভিটা ও কালীনগর রাস্তার মাঝের কালভার্ট ধসে যেতে বসেছে। ভেঙে গিয়েছে অ্যাপ্রোচ রোডও। যাতায়াত বন্ধ হয়ে পড়ায় সমস্যায় বাসিন্দারা। হাসাপাতালে রোগী নিয়ে যেতে ভোগান্তি চরমে উঠেছে। 
মঙ্গলবার রাতে রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মহানভিটা-কালীনগর  রাস্তার মাঝে হারিয়ারবাড়ি এলাকার একটি কালভার্টের বেশকিছুটা অংশ ধসে  যায়। বিপজ্জনক অবস্থায় থাকা কালভার্টটি পুরোটাই ধীরে ধারে ধসে যাওয়ার মুখে। কুদ্দুস আলি, দবিবর হোসেন নামে স্থানীয় বাসিন্দারা বলেন, ‘বন্ধুনগর, মহানভিটা থেকে কালীনগর যাওয়ার এই রাস্তাটি গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে প্রতিদিন ১০ হাজার বেশি মানুষ সহ গাড়ি নিয়ে যাতায়াত করেন। মাসখানেক আগেও কালভার্টের কিছুটা অংশ ধসে ছিল। সেসময় প্রধান সহ সকল আধিকারিককে জানানো হয়েছিলো। কিন্তু কালভার্ট সংস্কার করেনি। মঙ্গলবার রাতে রাস্তা সহ কালভার্টের অনেকটা অংশ ফের ধসে যায়। যার জেরে যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। এলাকার বহু মানুষ অসুবিধায় পড়েছেন। গাড়ি নিয়ে যাতায়াত তো দূরের কথা, পথচলতি মানুষও রাস্তা দিয়ে যেতে পারছে না। কেউ অসুস্থ হলে প্রায় আট কিমি ঘুরপথে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে  যেতে হচ্ছে। সম্পূর্ণ কালাভার্টি ধসে যে কোনওসময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই এটিকে সংস্কার করা উচিত।’ 
এই ব্যাপারে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত, পঞ্চায়েত সমিতির সদস্য দূতকমল রায় বলেন, ‘কালভার্টটি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক প্রকল্পে তৈরি হয়ছিল। বর্তমানে কালভার্ট মেরামত করতে প্রচুর টাকার প্রয়োজন। বিষয়টি রাজগঞ্জের বিডিও এবং জলপাইগুড়ি জেলা পরিষদকে আগেই জানানো হয়েছে। ফের বিষয়টি জানানো হবে। খুব শীঘ্রই যাতে কালভার্ট মেরামত করা হয়, সেই চেষ্টা করা হবে।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা