উত্তরবঙ্গ

বিজেপি কর্মীর বাবার সাইকেল ভেঙে কারাদণ্ড তৃণমূল নেতার

সংবাদদাতা, দিনহাটা: ২০২২ সালের জানুয়ারি মাসে বিজেপি কর্মীর বাবার সাইকেল ভেঙে দিয়েছিল তিনজন। ওই ঘটনায় আদালতে অভিযুক্তদের দোষ প্রমাণিত হওয়ায় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সহ দিনহাটা পুরসভার দুই কর্মচারীর সাজা ঘোষণা হল। সোমবার দিনহাটা মহকুমা আদালত তাদের দুই বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। 
দিনহাটার অতিরিক্ত বিচার বিভাগীয় আদালত-১ এর বিচারপতি তনিমা দাস দোষীদের সাজা ঘোষণা করেন। ঘটনার দু’বছরের মধ্যেই বিচার পাওয়ায় খুশি বিজেপির ওই কর্মী। আইনি পথেই এর মোকাবিলা করা হবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। পুরকর্মীর সাজার বিষয়ে এখনও অবহিত নয় দিনহাটা পুরসভা। 
এদিন এসিজেএম-১ আদালতের সরকারি আইনজীবী শুভব্রত বর্মন বলেন, ২০২২ সালের ৯ জানুয়ারি আক্রান্ত হন দিনহাটা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুন্না সাউ। ঘটনার খবর পেয়ে তাঁর বাবা নারায়ণ সাউ ও মা গীতা সাউ সাইকেলে চেপে ঘটনাস্থলে আসেন। সেই সময়ের মুন্না সাউয়ের বাবা নারায়ণ সাউয়ের সাইকেল ভেঙে ফেলা হয়। ওই ঘটনায় তিনজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। দোষীদের দু’বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ হয়েছে। 
কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় বলেন, বিজেপি করার অপরাধে মুন্না সাউয়ের উপর বারবার আক্রমণের ঘটনা ঘটেছে। আদালতে তার বিচার মেলায় খুশি আমরা। অন্যদিকে, তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর বলেন, আইনি পথেই আমরা লড়ব। উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আবেদন করা হবে। এদিকে, তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী বলেন, দুই পুরকর্মীর সাজা পাওয়ার বিষয়টি সম্পর্কে আমি অবহিত নই। 
পুরভোটের আগে দিনহাটাতে আক্রান্ত হন বিজেপি কর্মী মুন্না। ২০২২ সালের ৯ জানুয়ারি রাতে পিকনিক সেরে  ফিরছিলেন মুন্না। তখন তাঁর উপর আক্রমণ করে তিনজন। খবর পেয়ে তাঁর মা’কে সাইকেলে বসিয়ে ঘটনাস্থলে হাজির হয় তাঁর বাবা নারায়ণবাবু। তিনিও দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। নারায়ণ সাউয়ের সাইকেলটি ভেঙে ফেলে দোষীরা। দিনহাটা থানায় পরের দিন ১০ জানুয়ারি অভিযোগ দায়ের করেন মুন্নার মা গীতা সাউ। 
ঘটনায় দোষী বৃন্তেশ্বর মণ্ডল দিনহাটা পুরসভার কর্মচারী। তার ছেলে প্রমথ মণ্ডলকেও সাজা দিয়েছে আদালত। প্রমথ পুরসভায় অস্থায়ী কর্মী হিসেবে কাজ করে। তৃতীয় জন প্রদীপ বর্মন। সে টিএমওয়াইসি’র ২ নম্বর ওয়ার্ডের সভাপতি।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা