উত্তরবঙ্গ

নেওড়ার জঙ্গলে বর্ষায় প্রথম দেখা মিলল রয়্যাল বেঙ্গলের

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এর আগে শীতে বেশ কয়েকবার দেখা মিলেছে। কিন্তু, বর্ষায় এই প্রথম নেওড়ার জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। বনদপ্তরের বসানো ট্র্যাপ ক্যামেরায় ৮-৯ হাজার ফুট উচ্চতায় ধরা পড়েছে একাধিক বাঘের ছবি। এ ঘটনায় খুশি বনকর্তারা। বনদপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত যে ক’টি ছবি তাদের হাতে এসেছে, তাতে নেওড়ার জঙ্গলে বেশ কয়েকটি রয়্যাল বেঙ্গল টাইগারকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। সবক’টিই পূর্ণবয়স্ক। বনকর্তারা জানিয়েছেন, ক্যামেরায় ধরা পড়া ছবিগুলি বিশ্লেষণ করা হচ্ছে। 
নেওড়ার জঙ্গল প্রায় ১১ হাজার ফুট উঁচু। নেওড়ার সঙ্গে সিকিমের জঙ্গলের সংযোগ রয়েছে। সেখান থেকেও দক্ষিণ রায় চলে আসতে পারে বলে মনে করছেন বনকর্তাদের একাংশ। কারণ এর আগে সিকিমের পাংগোলাখার জঙ্গলে ১২ হাজার ফুট উচ্চতায় রয়্যাল বেঙ্গল টাইগার দেখা গিয়েছে। বনদপ্তর সূত্রে খবর, এর আগে গত ডিসেম্বরে নেওড়ার জঙ্গলে প্রায় সাড়ে ১০ হাজার ফুট উচ্চতায় দেখা মিলেছিল বাঘের। তার আগেও বেশ কয়েকবার নেওড়ায় রয়্যাল বেঙ্গলের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়েছেন বনকর্তারা। কিন্তু, যতবার নেওড়ায় বাঘের ছবি ধরা পড়েছে, সবই শীতকালে। 
এই প্রথম বর্ষায় নেওড়ায় বাঘের ছবি ধরা পড়ল। ফলে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। এবার অনেকটাই নীচে নেমে আসতে দেখা গিয়েছে দক্ষিণ রায়কে। স্বাভাবিকভাবে এই বিষয়টিও অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন বনকর্তারা। 
২০১৭ সালের ১৯ জানুয়ারি পেডংয়ের পথে আনমোল নামে এক গাড়িচালক তাঁর মোবাইল ফোনের ক্যামেরায় নেওড়ার জঙ্গলে বাঘের ছবি তোলেন। তারপরই হইচই শুরু হয়ে যায়। তড়িঘড়ি বনদপ্তর নেওড়ায় ট্র্যাপ ক্যামেরার সংখ্যা বাড়ায়। বনদপ্তরের সেই উদ্যোগ অবশ্য বিফলে যায়নি। কারণ ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়া ছবি একাধিকবার প্রমাণ করেছে নেওড়ার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। ২০১৮ সলের ৫ জানুয়ারি এবং ২০২০ সালের ১৩ জানুয়ারি নেওড়ায় বাঘের দেখা মেলে। বনদপ্তর সূত্রে খবর, এবার যে ছবি ধরা পড়েছে, তা মে থেকে জুলাই মাসের মধ্যে। সেই হিসেবে এই প্রথম বর্ষায় নেওড়ার জঙ্গলে দেখা মিলল দক্ষিণ রায়ের।  
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা