উত্তরবঙ্গ

সেবদেল্লাজোতে খাসজমি উদ্ধারে ময়দানে ভূমিদপ্তর, বসল বোর্ড

সংবাদদাতা, নকশালবাড়ি: অবশেষে কানু সান্যালের গ্রাম নকশালবাড়ির হাতিঘিষার সেবদেল্লাজোতে বিতর্কিত খাসজমিতে দেওয়া হল সরকারি বোর্ড। মঙ্গলবার এলাকার ৫ একর ১০ ডেসিমেল জমিতে সরকারি বোর্ড লাগিয়ে দেয় ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। 
সরকারি জমি দখলমুক্ত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারির পর ময়দানে নামেন ভূমিদপ্তরের আধিকারিকরা। এনিয়ে এখনও পর্যন্ত নকশালবাড়ি ব্লকের ১১৬ একর জমিতে সরকারি বোর্ড লাগিয়েছে ভূমিদপ্তর। গত বছরের ডিসেম্বর মাসে জাল খতিয়ান দিয়ে ৯০ বিঘা খাসজমি দখলের অভিযোগ সামনে এনে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসরাফ আনসারি। কিন্তু পরবর্তীতে সুরাহা না পেয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানান। গত বছরের ১২ ডিসেম্বর শিলিগুড়ির একটি জনসভায় হাতিঘিষার খাসজমি উদ্ধারের বিষয়টি সামনে আনেন আসরাফ সাহেব। ১৮ ডিসেম্বর ভূমিদপ্তরের বিশেষ সচিব অভিজিৎ ভট্টাচার্য তা সরেজমিনে তদন্ত করতে নকশালবাড়ি আসেন। এরপর এনিয়ে শুরু হয় তদন্ত। টানা ছ’মাস তদন্ত চলেছে। মাঝে লোকসভা নির্বাচন, ভূমিদপ্তরের আধিকারিকদের রদবদলে তদন্তে ভাটা পড়ে। দপ্তরের এক আধিকারিক জানান, ২০০৮ সালে সেবদেল্লা মৌজার ৬৯০ নম্বর এলআর প্লটে ২১২ নম্বর খতিয়ান তৈরি হয়। যা ম্যানুয়ালি হয়েছিল। একসময়ে জমিটি খাস ছিল। পরে রায়তি হয়। ওই সূত্র ধরে ওই মৌজার পাঁচটি প্লটে ২২০টি খতিয়ান তৈরি হয়েছে। তিনটি প্লটে ১৮১ জন রায়তি রয়েছেন। এছাড়া দু’টি প্লটের পাট্টার কোনও নথিপত্র ছিল না। 
তদন্তে ৩৫০ জনের খতিয়ান চিহ্নিত করে শুনানি শুরু করে ভূমিদপ্তর। ইতিমধ্যে ৫০ জনকে শুনানিতে তলবও করে ভূমিদপ্তর। সেই রিপোর্ট জানুয়ারি মাসে এসডিও অফিসে পাঠানো হয়। সেই অনুযায়ী সোমবার ৬৯০ দাগের ২.৭৭ একর ও ৬৯১ দাগের ২.৩৩ একর জমি খাস  হিসেবে চিহ্নিত হয়। তবে এখনও ৩০০ জনের শুনানি বাকি। তাতে আরও জমি খাস হিসেবে খতিয়ান ভুক্ত হবে বলে দাবি ভূমিদপ্তরের। 
নকশালবাড়ির বিএলআরও বিপ্লব হালদার বলেন, সোমবার মহকুমা শাসকের নির্দেশে সেবদেল্লা মৌজার ৬৯০, ৬৯১ দাগ দু’টি জমি খাস  হিসেবে চিহ্নিত হয়েছে। মঙ্গলবার ওই দু’টি প্লটে সরকারি বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ১১৬ একর সরকারি জমিতে বোর্ড লাগানো হয়েছে। তাতে হুদুভিটায় ১০৯ একর ও দক্ষিণ বাগডোগরা মৌজায় ২.৫৭ একর জমি রয়েছে। সোমবার পর্যন্ত ব্লকের সব সরকারি জমির সমীক্ষার সময় ধার্য করা হয়েছে। সরকারি জমিতে যাদের কংক্রিটের বাড়িঘর রয়েছে তাদের লিজের আওতায় আনা হবে। নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের কথায়, শুধু পাঁচ একর জমি নয়, আরও ৬০ বিঘা খাসজমি জাল খতিয়ান করে বিক্রি হয়েছে। তা নিয়েও পদক্ষেপ নিতে হবে।  নিজস্ব চিত্র
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চোখের সমস্যায় মানসিক অস্থিরতা ও উদ্বেগ। কর্মস্থলে অতিরিক্ত কাজের চাপ। আর্থিক দিক শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭১ টাকা৮৪.৪৫ টাকা
পাউন্ড১০৪.৭৯ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৮.৫৯ টাকা৯১.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা