রাজ্য

ডায়মন্ডহারবারের উন্নয়নে এমপির প্রশংসায় নেত্রী, চোটের জবাব ভোটে, স্লোগান অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঞ্চনা, অত্যাচার, ঔদ্ধত্য, দম্ভ—বিজেপির এই আচরণের বিরুদ্ধে শেষ দফার ভোটে বাংলার সাধারণ মানুষকে গর্জে ওঠার আহ্বান জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করে তিনি জানিয়ে দিলেন, ‘চোটের জবাব দেব ভোটে।’
আগামী শনিবার লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। ওইদিন ভোট হবে রাজ্যের ন’টি লোকসভা আসনে। এই তালিকার মধ্যে রয়েছে ডায়মন্ডহারবার। ওই আসনের তৃণমূল প্রার্থী অভিষেক। শেষ দফার ভোটের আগে বুধবার মেটিয়াবুরুজে অভিষেকের সমর্থনে নির্বাচনী প্রচারে হাজির ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে অভিষেকের পিছনে বিজেপি যেভাবে পড়ে রয়েছে, তার তীব্র নিন্দা করেছেন মমতা। হার না মানা অভিষেকের লড়াই, সংগ্রামের কুর্নিশ জানিয়েছেন তৃণমূল নেত্রী। এমনকী, অভিষেক তাঁর সংসদীয় এলাকা ডায়মন্ডহারবারে যেভাবে উন্নয়ন করে চলেছেন, তার প্রশংসাও শোনা গিয়েছে স্বয়ং তৃণমূল নেত্রীর মুখে। অভিষেককে উদ্দেশে মমতা বলেছেন, ‘তুই পারিসও বটে! তোর মত সংসদীয় এলাকা দেখভাল করা কেউ করতে পারবে না।’
সভামঞ্চে এটাও দেখা গিয়েছে, অভিষেকের হাত তুলে ধরে মমতা যখন সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন, তখন কাতারে কাতারে মানুষ ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হন। মেটিয়াবুরুজের মানুষ তৃণমূলের পাশেই রয়েছেন এবং থাকবেন বলে আস্থাশীল দলের সুপ্রিমো ও তৃণমূল সেনাপতি। অভিষেক জানিয়ে দেন, যতদিন আমি থাকব বিজেপির বৈষম্যের রাজনীতি করতে দেব না।
কেন্দ্রীয় বঞ্চনা, বাংলাকে অপমান, বাংলার মনীষীদের অপমান ও মূর্তি ভাঙা, বাংলার মহিলাদের অপমান করা, কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টার বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক। এই সামগ্রিক বিষয় নিয়ে সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন, ‘বিজেপি যেভাবে আঘাত করেছে, এর জবাব ভোটের মাধ্যমেই দিতে হবে আপনাদের।’
তাই শেষ দফার ভোটে বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার আবেদন জানিয়েছেন দলের সেকেন্ড-ইন-কমান্ড। ডায়মন্ডহারবারসহ রাজ্যের যতগুলি আসনে ভোট হচ্ছে, সেই সমস্ত এলাকার মানুষের কাছে এই আবেদন রেখেছেন তৃণমূল সেনাপতি। তিনি বলেছেন, ‘এমনভাবে ভোট দিতে হবে যাতে দিল্লির বিজেপির নেতাদের বুকে কাঁপুনি ধরে যায়। ৪ তারিখ হল বিজেপিকে দেশ থেকে উৎখাত করবার দিন। এই ভোট প্রতিবাদের ও প্রতিশোধের। ১০ বছর কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট।’ 
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা