রাজ্য

মদন তামাং হত্যা: জামিন বিমলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোর্খা লিগ নেতা মদন তামাং হত্যা মামলায় অভিযুক্ত গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিমল গুরুং শুক্রবার কলকাতা নগর দায়রা আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন। বিচারক তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেন। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২১ আগস্ট। আদালত সূত্রের খবর, ২০১০ সালের ২১ মে পাহাড়ে গোর্খা লিগের প্রতিষ্ঠা দিবসে মদন তামাং খুন হন। 
ওই ঘটনায় ইতিমধ্যেই ৪৭ জন অভিযুক্ত কলকাতার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। শোরগোল পড়া এই মামলা থেকে পরবর্তীকালে অভিযুক্ত হিসেবে বিমল গুরুংকে অব্যাহতি দেয় কলকাতা নগর দায়রা আদালত। সেই আদেশের বিরুদ্ধে মৃত নেতার স্ত্রী ভারতী তামাং এবং তদন্তকারী সংস্থা সিবিআই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সম্প্রতি হাইকোর্ট বিমল গুরুংকে ওই মামলায় অভিযুক্ত করার নির্দেশ দেয়। বিমলের আইনজীবী সায়ন দে এদিন জানান, হাইকোর্টের নির্দেশ মেনেই এদিন আমার মক্কেল কলকাতা আদালতে আত্মসমর্পণসহ জামিন নিলেন। পরবর্তীকালে এই মামলায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপই নেব। আদালত সূত্রের খবর, মদন হত্যার তদন্তে নেমে পুলিস ৪৮ জনকে অভিযুক্ত করে। মামলাটি সুষ্ঠুভাবে চলার দাবি নিয়ে মৃতের স্ত্রী পরে সুপ্রিম কোর্টেও যান। দীর্ঘ শুনানি শেষে সর্বোচ্চ আদালত মামলাটি কলকাতা জেলা কোর্টে স্থানান্তরিত করার নির্দেশ দেয়।
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা