রাজ্য

সীতারাম সিংয়ের চাক্কির দৌলতে বিহারের বাড়িতে ফিরছেন ভোলা, হ্যাম রেডিওর তৎপরতা

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বয়স ৫৫ ছুঁইছুঁই। ঠিকানা হাওড়ার এক সরকারি হোম। প্রায় ৩৫ বছর আগে হারিয়ে যাওয়া বিহারের সেই কিশোর ভোলা সিং বর্তমানে বার্ধক্য ছুঁয়েছেন। স্মৃতি বলতে মনে রয়েছে শুধুমাত্র পরিবারের সদস্যদের নাম আর ‘সীতারাম সিং কি চাক্কি’। সেই চাক্কির দৌলতেই আবার যে বাড়িতে ফিরতে পারবেন, তা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। বিহারে সীতারাম সিংয়ের চাক্কি অর্থাৎ গম ভাঙার কলের সন্ধান করতে করতেই ভোলা সিংয়ের ঠিকানা খুঁজে পেল হ্যাম রেডিও। সেই সূত্রে ভোলা সিং ফিরতে চলেছেন নিজের গ্রামে।
জানা গিয়েছে, বিহারের জামুই জেলার মঙ্গরার গ্রামের বাসিন্দা ভোলা সিং ৩৫ বছর আগে হারিয়ে যান। ঘুরতে ঘুরতে চলে এসেছিলেন এরাজ্যে। আদালতের নির্দেশে গত পাঁচ বছর ধরে তাঁর ঠাঁই হয়েছিল হাওড়ার আন্দুল রোডের একটি সরকারি হোমে। সম্প্রতি হোম কর্তৃপক্ষ হ্যাম রেডিওর সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। এরপর বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন ব্লক ধরে ধরে শুরু হয় সিতারাম সিংয়ের চাক্কির খোঁজ। শেষমেষ জামুই জেলার মঙ্গরার এলাকায় পাওয়া যায় তাঁর সন্ধান। সেখানকার গ্রামবাসীরা হ্যাম রেডিওর সদস্যদের জানান, ভোলা সিং নামের গ্রামের এক যুবক নিখোঁজ হয়ে গিয়েছিলেন। ওই বাড়িতে বর্তমানে তাঁর দাদা মনোজ সিং ছাড়া কেউই থাকেন না। যদিও মনোজ সিংও ভাইকে চিনতে পারেননি।
তবে স্থানীয় মোহনপুর পঞ্চায়েত প্রধানের বাবা ও বিডিও অফিসের এক মুন্সি চিনতে পারেন ভোলাকে। হ্যাম রেডিওর সম্পাদক অম্বরীশ নাগবিশ্বাস বলেন, সমস্ত নথিপত্র ইতিমধ্যেই হোম কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। আইনি কাজ মিটলেই খুব তাড়াতাড়ি ভোলা সিংয়ের দাদা মনোজ সিং তাঁকে ফিরিয়ে নিয়ে যাবেন। 
8d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা