রাজ্য

প্রাথমিকে ফের অনিয়মের অভিযোগ! পর্ষদকে ভর্ৎসনা হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ফের আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হল প্রাথমিক শিক্ষা পর্ষদকে। অন্তত ২০০ জন চাকরিপ্রার্থী সর্বোচ্চ নম্বর পেয়েও মেধাতালিকায় স্থান পায়নি। অথচ অযোগ্যদের মেধা তালিকায় স্থান দেওয়া হয়েছে। এই অভিযোগে দায়ের হওয়া মামলায় নির্দেশ সত্ত্বেও রিপোর্ট দিতে না পারায় হাইকোর্টের রোষের মুখে পড়েছে পর্ষদ। 
মামলার বয়ান সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন জানান উত্তর ২৪ পরগনার চাকরিপ্রার্থীরা। সেই মতো ২০১১ সালে লিখিত পরীক্ষা হয়। কিন্তু পরবর্তীতে অনিয়মের অভিযোগে লিখিত পরীক্ষা বাতিল হয়ে যায়। ফের লিখিত পরীক্ষা হয় ২০১৪ সালে ১৮ মার্চ। ওই বছরের ১১ নভেম্বর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মামলাকারীদের আইনজীবী আশিসকুমার চৌধুরী জানিয়েছেন, মেধাতালিকায় স্থান পাওয়া প্রার্থীদের থেকে বেশি নম্বর থাকা সত্ত্বেও মামলাকারীদের তালিকায় স্থান দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হলে এনিয়ে রিপোর্ট তলব করেন বিচারপতি অমৃতা সিনহা। তা সত্ত্বেও রিপোর্ট জমা দেওয়া হয়নি বলে অভিযোগ। তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সিনহা। তখন বেশ কিছুটা সময় চেয়ে নেন উত্তর ২৪ পরগনা শিক্ষা সংসদের আইনজীবী। বিচারপতি সিনহা প্রশ্ন তোলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের তথ্যই বলছে মামলাকারীরা বেশি নম্বর পেয়েও  মেধাতালিকায় স্থান পেলেন না। অথচ তার চেয়ে কম নম্বর পাওয়া প্রার্থীরাও চাকরি করছেন। এই সূত্রেই আগামী ১৮ই সেপ্টেম্বরের মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।
8d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা