বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

কাজে গতি আনতে তৎপর নবান্ন, কাল বৈঠক মমতার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার রাজ্যস্তরের প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দু’দিন আগেই সরকারি কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিল নবান্ন। তৃণমূল স্তর পর্যন্ত পরিষেবা পৌঁছনোর ক্ষেত্রে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলেই একেবারে বিজ্ঞপ্তি জারি করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেটি পাঠানো হয়েছে প্রত্যেক দপ্তরের সচিব, রাজ্য পুলিসের ডিজি, পুলিস কমিশনার, ডিভিশনাল কমিশনার থেকে শুরু করে প্রত্যেক জেলাশাসককে। অর্থাৎ, এঁদের মাধ্যমে রাজ্য সরকারের প্রত্যেকটি ক্ষেত্রে কর্মরতদের কাছেই শনিবার এই বার্তা পৌঁছে দিল নবান্নের শীর্ষ মহল। 
মুখ্যসচিবের স্বাক্ষরিত এই নির্দেশিকায় সাফ বলা হয়েছে, মার্চ থেকে জুন পর্যন্ত চলা সাধারণ নির্বাচন এবং তার পরে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রায় চার মাসে যথেষ্ট শ্লথগতিতে এগিয়েছে রাজ্যের বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদানের কাজ। ফলে পরিকাঠামো উন্নয়নের কাজ থেকে শুরু করে কর্মশ্রী, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সরবরাহ সহ সমস্ত প্রকল্পের কাজে গতি আনার প্রয়োজন বলেই জানানো হয়েছে এই নির্দেশিকায়। প্রতিনিয়ত পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এদিনের বিজ্ঞপ্তিতে। ফলে কাজের সময় সরকারি কর্মীদের আরও দায়িত্ব সহকারে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। অকারণে কাজে যোগ না দিলে সেটি সার্ভিস কন্ডাক্ট রুলের লঙ্ঘন বলেও ধরা হবে, জানানো হয়েছে এদিনের নির্দেশিকায়।
4Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা