রাজ্য

বিজেপির বাংলা ভাগের প্রস্তাবের বিরুদ্ধে গর্জে উঠলেন ক্ষুব্ধ মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও নয়াদিল্লি: বাংলাকে ভাগ করা নিয়ে বিজেপি নেতাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে নানাভাবে। প্রতিবাদ আরও তীব্র হবে।
গত কয়েকদিন ধরে বিজেপির একাধিক নেতা রাজ্যভাগ প্রসঙ্গ উস্কে দিয়েছেন। উত্তরবঙ্গের আট জেলাকে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব রেখেছেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও বিজেপির একাধিক নেতার বক্তব্যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার দাবি উঠে এসেছে। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ২০২২ সালে কেন্দ্রকে পাঠানো তাঁর একটি চিঠির কথা উল্লেখ করেছেন। সেখানে তিনি মালদহ ও মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছিলেন। এর ফলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে দাবি করেছিলেন তিনি। রাজ্য পুলিসের উপর অনাস্থার কথাও জানান। এই আবহে শুক্রবার দিল্লি রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠেন মমতা। তাঁর পাশে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে বিজেপি নেতাদের বক্তব্য ও আচরণের প্রবল নিন্দা করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিজেপি নেতাদের বক্তব্যে বাংলা ভাগের চক্রান্ত দেখা যাচ্ছে। একদিকে বাংলাকে অর্থনৈতিকভাবে অবরোধ করা হচ্ছে। অন্যদিকে ভৌগোলিক ব্লকেড ও রাজনৈতিক ব্লকেড করার চেষ্টা চলছে। দেশকে টুকরো টুকরো করে দেওয়ার পরিকল্পনা বিজেপির। সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী যে বিবৃতি দিয়েছেন, তার তীব্র 
প্রতিবাদ করি। ওরা বাংলা, বিহার, ঝাড়খণ্ড—সব ভাঙতে চাইছে।’ দিল্লিতে পৌঁছেও এই ইস্যুতে চড়া মেজাজ ছিল মমতার।  সেখানে তিনি বলেন, ‘কোনও রাজ্যই ভাগ হোক চাই না, যদি না সেই রাজ্য ঩নিজেই তা চায়। বাংলাকে ভাগ করতে দেব না।’ 
এই ইস্যুতে শুক্রবার লোকসভায় প্রবল প্রতিবাদ করেন তৃণমূল সাংসদরা। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ইস্তফা এবং বিজেপি এমপি নিশিকান্ত দুবেকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন তাঁরা। তৃণমূলের প্রবল প্রতিবাদের জেরে এদিন অধিবেশন মুলতুবি করে দিতে হয়। এদিন রাজ্য বিধানসভায় মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘বিজেপির বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা