রাজ্য

উত্তরবঙ্গের উন্নয়নে ১২ বছরে ৭,৫০০ কোটি বরাদ্দ রাজ্যের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি বাংলাভাগের চক্রান্ত করছে বলে অভিযোগ উঠেছে। মূলত অনুন্নয়নের ধুয়ো তুলেই উত্তরবঙ্গের একাংশকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে জুড়ে দেওয়া এবং মালদহ, মুর্শিদাবাদকে বিহারের কিছু জেলার সঙ্গে জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের প্রস্তাব দিয়েছে বিজেপি। কিন্তু রাজ্যের সাম্প্রতিক একটি রিপোর্টে গেরুয়া শিবিরের এই অভিযোগ কার্যত নস্যাৎ হয়ে গিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সেই রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ২০১১ সালে ক্ষমতায় এসে উত্তরবঙ্গের জন্য পৃথক দপ্তর তৈরি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত ১২ বছরে রাজ্যের কোষাগার থেকে এই দপ্তরের মাধ্যমে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। এছাড়া পূর্ত, সেচ, সমাজকল্যাণ সহ অন্যান্য দপ্তর রাজ্যজুড়ে যেসব প্রকল্প বাস্তবায়িত করেছে, তার সুফলও পেয়েছে উত্তরবঙ্গ। 
২০১০ সালের আগে উত্তরবঙ্গ, সুন্দরবন এবং পশ্চিমাঞ্চল উন্নয়নের জন্য একসঙ্গে বাজেট বরাদ্দ করত তৎকালীন বাম সরকার। রিপোর্ট অনুযায়ী, ২০১০-১১ অর্থবর্ষে অর্থাৎ বাম সরকারের শেষ বাজেটে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছিল মাত্র ৫৯ কোটি টাকা। নতুন সরকারে পৃথক দপ্তর তৈরি হওয়ার পর ২০১২-১৩ অর্থবর্ষে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল উত্তরবঙ্গের উন্নয়ন খাতে। এরপর বছর বছর উত্তরবঙ্গের জন্য বাজেট বরাদ্দ বেড়েছে। চলতি অর্থবর্ষে বরাদ্দ হয়েছে ৮৬১ কোটি টাকা। সব মিলিয়ে এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে উত্তরবঙ্গের  উন্নয়ন খাতে বরাদ্দ হয়েছে ৭ হাজার ৪৫০ কোটি টাকা।  এ প্রসঙ্গে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘এই অংশে বিজেপির পায়ের তলার মাটি তুলনামূলক শক্ত। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গেই অধিকাংশ আসনে জিতেছে বিজেপি। তাই রাজ্য ভাগ করে উত্তরবঙ্গকে আলাদা করতে পারলে বিজেপির রাজনৈতিক ফায়দা হবে। তাই এই  চক্রান্ত।’ 
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা