খেলা

উরুগুয়ের বিরুদ্ধে শক্ত লড়াই ব্রাজিলের

লাস ভেগাস: অভিশপ্ত ‘মারাকানাজো’ এখনও ভোলেনি ব্রাজিল। ১৯৫০ এর বিশ্বকাপ ফাইনাল।  টইটম্বুর মারাকানা স্টেডিয়াম যেন মহাসমুদ্রে ভাসমান ছোট্ট ডিঙি। ঘরের মাঠে ডানিলো, চিকো, ফ্রিয়াকাদের হাতে কাপ দেখতে উন্মুখ সেলেকাওরা। সেদিন ফ্রিয়াকার গোলে লিড নিয়েও বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। দেশজোড়া  উৎসবকে বিষাদে বদলে দেয় ঘিগিয়ার উরুগুয়ে। সাত দশক পেরিয়েও মারাকানা বিপর্যয় তাড়া করে বেড়ায় পেলের দেশকে। ফুটবল মাঠে ব্রাজিল-উরুগুয়ে মুখোমুখি হলেই মাথাচাড়া দেয় সেই ইতিহাস। লাতিন আমেরিকান দৈত্যদের বরাবরের শক্ত গাঁট উরুগুয়ে। রবিবার কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে ফের মুখোমুখি দুই দল। সাম্প্রতিক ফর্মের বিচারে এই ম্যাচে উরুগুয়েকে এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। 
মেগা লড়াইয়ের আগে প্রবল চাপে ব্রাজিল। শেষ ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে কোনওরকমে ড্র করেছে তারা। তার উপর উরুগুয়ের বিরুদ্ধে কার্ড সমস্যায় নেই ভিনিসিয়াস জুনিয়র। গ্রুপে তিনটি ম্যাচের মধ্যে দু’টিতেই ড্র করেছে ডোরিভাল ব্রিগেড। ফিনিশারের অভাব স্পষ্ট। গিমারেজ, পাকুয়েতারা ফর্মের ধারেকাছে নেই। দৃষ্টিনন্দন পাসিং, ড্রিবলিং অদৃশ্য। ক্রমাগত স্কোয়ার পাসে আক্রমণের তাল কাটছে। রক্ষণেও নেতৃত্ব দেওয়ার লোকের অভাব। সব মিলিয়ে দিশাহারা ব্রাজিল বেশ কোণঠাসা। ন’বারের কোপা চ্যাম্পিয়নদের আসল শক্তি মাঝমাঠ। সেক্ষেত্রে আন্দ্রে পেরেরা, ডগলাস লুইসদের এনে ঝাঁঝ বাড়ানোর পরিকল্পনা রয়েছে ডোরিভালের। ফ্রি-কিক বা কর্নারের ক্ষেত্রে তাঁকে নির্ভর করতে হবে রাফিনহার উপর।  উরুগুয়ের বিরুদ্ধে দ্রুত গোল পেলে আত্মবিশ্বাস পাবেন রডরিগোরা। তাই সেই লক্ষ্যেই নামছে ব্রাজিল। 
গ্রুপ ‘সি’-থেকে পানামা, বলিভিয়া ও আমেরিকাকে হারিয়ে নক-আউটে পৌঁছেছে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে। তিনটি ম্যাচে ন’টি লক্ষ্যভেদ করেছে উরুগুয়ে। অন্যদিকে, মাত্র একটি গোল হজম করেছে তারা। পোক্ত রক্ষণ উরুগুয়ে ফুটবলের ট্রেড মার্ক। এবারের চমক ঝকঝকে আক্রমণভাগ। বিশ্ব ফুটবলে তাবড় কোচেরাও সমীহ করেন বিয়েলসাকে। তাঁর প্রশিক্ষণে প্রচুর পাস খেলছে দল। মূলত ৪-২-৩-১  ফর্মেশনে দল সাজাচ্ছেন বিয়েলসা। নুনেজ, আরাউজো, পেলিস্ত্রিদের কম্বিনেশনে অভিজ্ঞ লুইস সুয়ারেজও জায়গা পাননি। অগোছাল ব্রাজিলকে প্রেসিং ফুটবলে শেষ করতে চান বিয়েলসা। দু’দলের শেষ সাক্ষাতে একই ফর্মুলায় কিস্তিমাত করেন তিনি। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলকে ২-০ গোলে হারায় উরুগুয়ে। কোপার শেষ আটের আগে তাই আত্মবিশ্বাসে ফুটছে লা সেলেস্তে ব্রিগেড। 
শেষ আটের অন্য ম্যাচে কলম্বিয়ার প্রতিপক্ষ পানামা। ভালদেরামার দেশের হাই-প্রেসিং ফুটবল সামলাতে ব্রাজিলও হিমশিম খেয়েছে। পানামাকে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছতে মরিয়া হামেস রডরিগেজরা। 
কোপায় রবিবারের ম্যাচ
 কলম্বিয়া বনাম পানামা (ভোর ৩-৩০)
 ব্রাজিল বনাম উরুগুয়ে (সকাল ৬-৩০)
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা