অমৃতকথা

সুরক্ষার সন্ধান

মানব ইতিহাসের সূচনাকাল থেকেই মানুষ সুরক্ষার সন্ধানে সর্বদাই চিন্তিত। আদিম মানুষকে তার দৈহিক সুরক্ষার জন্য প্রাকৃতিক শক্তি এবং অন্যান্য প্রাণীকুলের সঙ্গে যুদ্ধ করতে হ’ত। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে অনিশ্চয়তাবোধ এবং উদ্বেগ কিছুটা কমে এলেও মানুষের জীবনে সুরক্ষার বোধ সব সময় প্রধান চিন্তার কারণ। নৈতিক, দার্শনিক বা রাজনৈতিক যে কোন আন্দোলনই হোক না কেন তা মানুষের জাগতিক সুরক্ষার অন্বেষণে সর্বদাই ব্যস্ত। বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার প্রাথমিক উদ্দেশ্যই হল তা। দৈহিক সুরক্ষার জন্য সর্বপ্রথম প্রয়োজন খাদ্য। মানুষ শান্তিপূর্ণ, কৃষিভিত্তিক সুরক্ষিত জীবনের সন্ধানে তার যাযাবর বৃত্তি পরিত্যাগ করল। উৎপাদনের ক্ষেত্রে উন্নতি তার এই প্রয়োজন মেটাতে সাহায্য করেছে। শিল্পোন্নয়নের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ক্ষমতা সাধারণ মানুষের বাইরে চলে গেছে। প্রাচীনকালে মানুষের জীবনে আধুনিক সুখ-সুবিধাগুলি হয়তো বা ছিল না, কিন্তু পরিস্থিতির ওপর মানুষের পূর্ণ কর্তৃত্ব ছিল। গ্রামীণ সমাজ মোটামুটিভাবে স্বয়ংসম্পূর্ণ ছিল এবং জীবনের মৌলিক প্রয়োজনগুলি মেটাতে নিজেরাই সমর্থ ছিল। অন্য জীবজন্তুর বিরুদ্ধে যুদ্ধের জন্য মানুষ গোষ্ঠীবদ্ধ হয়ে থাকত। তাই ব্যক্তিমানুষ স্বাভাবিকভাবে গঠিত পরিবারের অন্তর্ভুক্ত থাকত। একান্নবর্তী অবিভক্ত পরিবারই তখনকার যুগের ধারা ছিল। এর অনেক সুবিধাও ছিল কারণ তা পরিবারের দুর্বল সদস্যদের সুরক্ষা দিত। 
গ্রামীণ সমাজ ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে জমির ওপর ব্যক্তির মালিকানা যা প্রত্যক্ষভাবে খাদ্যের যোগান দিত তা তার আয়ত্বের বাইরে চলে গেল। বৃদ্ধ এবং অসমর্থ মানুষেরা, আগে যারা একান্নবর্তী পরিবারের মধ্যে আশ্রয় পেত, তাদের সুরক্ষার জন্য নতুন পদ্ধতি উদ্ভাবন করা প্রয়োজন হয়ে পড়ল। সময়ের সঙ্গে সঙ্গে নানাবিধ সামাজিক সুরক্ষা-ব্যবস্থার উদ্ভব হ’ল। পাশ্চাত্যের অনেকগুলি দেশেই এই ব্যবস্থা এতই উন্নত যে তাদের নাগরিকরা সমস্ত আপদ-বিপদ থেকে সুরক্ষিত। ‘কমিউন’ নিয়ে চীনাদের পরীক্ষা-নিরীক্ষা এই ব্যাপারে একটি পদক্ষেপ, যার দ্বারা অতি অল্প সময়ের মধ্যে মানুষের সার্বিক সুরক্ষা সম্ভব করার চেষ্টা হয়েছে। এখানে দাবী করা হয়েছে যে এই ব্যবস্থায় সর্বপ্রকার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে কারণ প্রত্যেক ব্যক্তিই ‘কমিউনের’ সমান অধিকারী সদস্য। কিন্তু এরজন্য প্রয়োজন কঠোর রাজনৈতিক নিয়ন্ত্রণ যা শিক্ষিত মানুষকে ক্ষুদ্ধ, অসন্তুষ্ট ও বিরক্ত করে তোলে। ‘সর্বোদয়’ আন্দোলন প্রায় একইরকম সুরক্ষা ব্যবস্থার কথা বলে, কিন্তু তা স্বেচ্ছায় ও গণতান্ত্রিক পদ্ধতিতে করা হবে। এইটিই হ’ল মানুষের প্রচেষ্টার লক্ষ্য—সর্বনিখুঁত, পূর্ণতাপ্রাপ্ত কাল্পনিক রাষ্ট্র—Utopia—যা মানুষকে জাগতিক সুরক্ষা দেবে, কিন্তু মানুষের ব্যক্তিগত স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। জীবনের মৌলিক প্রয়োজনগুলির সুরক্ষা একান্ত অত্যাবশ্যক।
স্বামী স্বাহানন্দের ‘হিন্দু উপাসনাতে প্রতীক ও অন্যান্য রচনা’ থেকে
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা