দেশ

গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজ্যের বিরোধী দলনেতার, সুকান্ত শিবিরের গুরুত্ব কি কমছে?

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে কি বঙ্গ বিজেপিতে গুরুত্ব কমছে সুকান্ত শিবিরের? আপাতত এই প্রশ্নেই তীব্র জল্পনার সৃষ্টি হয়েছে। কারণ সোমবারই দিল্লিতে এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করে করেছিলেন, ৫ অক্টোবর গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তাঁদের সাক্ষাতের সময় দিয়েছেন। কিন্তু সুকান্তবাবুর ওই দাবির ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সময় পেলেন সেই রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির। মঙ্গলবার বিকেল ৪টের সময় নয়াদিল্লির কৃষি ভবনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায় ৩০ মিনিট বৈঠক করেছেন বিধানসভার বিরোধী দলনেতা। একইসঙ্গে প্রশ্ন উঠছে, বিরোধী দলনেতার এই দিল্লি সফরের খবর কি ২৪ ঘণ্টা আগেও বিজেপির রাজ্য সভাপতির কাছেও ছিল না? 
যদিও নির্দিষ্ট করে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি বঙ্গ বিজেপি শিবির। তবে দলীয় সূত্রে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হচ্ছে, যেহেতু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা মঙ্গলবারই সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাই তাঁদের আগেই বাংলার গেরুয়া শিবিরকে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেই হতো। সুকান্তবাবুদের মঙ্গলবার রাজ্যে ভিন্ন কর্মসূচি থাকায় বিরোধী দলনেতাকে দিল্লিতে আসতে হয়েছে। তবে ব্যাখ্যা যাই হোক না কেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বাংলার গেরুয়া শিবিরের অন্দরে ফাটল চওড়া হচ্ছে কি না, তা নিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা দাবি করেছেন যে, বাংলায় মনরেগা-দুর্নীতির পর্দা ফাঁসের জন্য সাধ্বী নিরঞ্জন জ্যোতির কাছে তিনি সিবিআই তদন্তের আর্জি জানিয়ে এসেছেন। এদিন কৃষি ভবনে বৈঠকের আগে নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকেও তিনি মনরেগা এবং পিএম আবাস যোজনা নিয়ে রাজ্যে ‘দুর্নীতি’র পরিসংখ্যান পেশ করেন। এদিন একইসঙ্গে দুই কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং প্রহ্লাদ যোশির সঙ্গেও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সাক্ষাৎ করেছেন।
12Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা