কলকাতা

খাবারে পোকা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবার নজরদারি চালাবে টাস্ক ফোর্স

সংবাদদাতা, বজবজ: ঠাকুরপুকুর-মহেশতলা ব্লকের ২৩৯টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গুদামজাত খাদ্যপণ্য সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না, তার উপর নজরদারি চালাতে এবার তৈরি হল টাস্ক ফোর্স। বিডিও’র নির্দেশে ওই টাস্ক ফোর্স সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে ঘুরে চাল-ডাল যাচাই করবে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে খাবারের গুণগত মান নিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলবে। যাতে কোথাও অভিযোগ থাকলে দ্রুত তার সমাধান করা যায়। প্রসঙ্গত, কয়েকদিন আগে চট্টা গ্রাম পঞ্চায়েতের মণ্ডলপাড়ার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের খিচুড়িতে পোকা পাওয়া যায়। তা নিয়ে  দু’দিন ধরে ওই কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। শেষে বিডিও’র হস্তক্ষেপে বিষয়টি মিটমাট হয়। এই ঘটনার তদন্ত করতে গিয়ে বিডিও সুবর্ণা মজুমদার জানতে পারেন, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যিনি রান্নার দায়িত্বে তিনি অনেকদিন ধরেই অসুস্থ। তাই তাঁর বদলে পাশের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে অস্থায়ীভাবে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি দু’দিক সামাল দিতে পারেননি। তাই পুরনো বস্তার পোকা ধরা চাল দিয়ে খিচুড়ি রান্না হয়েছে। বিডিও বলেন, আগামী দিনে যাতে এমন ঘটনা না ঘটে, তাই অস্থায়ী দায়িত্বে থাকা ওয়ার্কারকেই স্থায়ী হিসেবে রাখা হয়েছে। ২৩৯টি কেন্দ্রে নজরদারির জন্য টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। তারাই সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখবে।
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা