কলকাতা

গাড়ি থেকে দুই পড়ুয়াকে নামিয়ে লাঠি দিয়ে মারধর 

নিজস্ব প্রতিনিধি কলকাতা: নামী ইংরেজি মাধ্যম স্কুলের দুই নাবালক পড়ুয়াকে গাড়ি থেকে নামিয়ে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে পুলকার চালক ও খালাসির বিরুদ্ধে। এমনকী তাদের মাঝরাস্তায় নামিয়ে দেওয়া হয় বলেও জানা গিয়েছে। ওই দুই ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার ভোররাতে দু’জনকে গ্রেপ্তার করেছে শেক্সপিয়র সরণি থানা।
পুলিস সূত্রে জানা গিয়েছে, পড়ুয়া দু’জন পঞ্চম শ্রেণির ছাত্র। তাদের বাড়ি ভবানীপুর থানা এলাকার চক্রবেড়িয়া রোডে। প্রথমে থেকেই পুলকারে তাদের যাতায়াত। সম্প্রতি গাড়ির মালিক নতুন একটি গাড়ি কেনেন।  তদন্তকারীরা জেনেছেন, গাড়ির সিট সহ বিভিন্ন জায়গায় লাগানো প্লাস্টিক কভার খোলা হয়নি। অভিযোগ, ক’দিন ধরেই ওই দুই ছাত্র প্লাস্টিকটি খোলার চেষ্টা করছিল। বুধবারও তারা স্কুল আসার সময় একই কাজ করে। ছুটির পর গাড়ির পিছনের সিটে বসেছিল দু’জন। তারা পেন দিয়ে প্লাস্টিকের কভারগুলি ছিঁড়ে দেয়। বিষয়টি নজরে আসার পরেই তাদের প্রথমে বকাবকি করে চালক ও খালাসি।  অভিযোগ, এরপর গাড়ি থামিয়ে দু’জনকে  চড়-থাপ্পড় মারতে মারতে রাস্তায় নামায় তারা। তাদের কাছে থাকা লাঠি দিয়ে দুই ছাত্রকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয় বলেও অভিযোগ। এতে তাদের শরীরের বিভিন্ন অংশে রক্ত জমাট বেঁধে কালশিটে পড়ে যায়। মারতে মারতে দুই ছাত্রকে গাড়িতে তুলে বাড়ির অনেক আগেই জোর করে নামিয়ে দেওয়া হয়। ওই অবস্থায় দু’জন বাড়ি গিয়ে গোটা ঘটনার কথা জানায়। তাদের পরিবার বুধবার রাতে থানায় গিয়ে লিখিত অভিযোগ করে। অভিযোগকারীর কাছ থেকে গাড়ির নম্বর পান তদন্তকারীরা। নেওয়া হয় মালিকের নম্বর। রাতেই তাঁকে থানায় ডেকে পাঠিয়ে গাড়ির চালক ও খালাসির নাম জেনে নেয় পুলিস। এরপর ভোররাতে দুই অভিযুক্ত ঝন্টু সর্দার ও রাজু মণ্ডলকে বাড়ি থেকে গ্রেপ্তার করে আনা হয়। জানা যাচ্ছে, তারা প্রায়ই বিভিন্ন অজুহাতে স্কুলে যাতায়াত করা ছোট পড়ুয়াদের মারধর করত। এই নিয়ে এর আগেও মৌখিক অভিযোগ করেছেন একাধিক অভিভাবক। বৃহস্পতিবার ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়। কেস ডায়েরি খতিয়ে দেখে দু’জনকেই জেল হেফাজতে পাঠান বিচারক। 
7Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা