কলকাতা

একাধিক কারখানার দাপটে বেহাল নিকাশি, জল জমে কচুরিপানায় ভরে গিয়েছে স্টেডিয়াম

দীপন ঘোষাল, হাওড়া: লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছিল মাঠ ও গ্যালারি। খেলোয়াড় হতে চাওয়া একটি প্রজন্ম সেই মাঠে বড় ম্যাচ খেলবে বলে স্বপ্ন দেখত। স্কুলের গণ্ডি টপকে আজ তারা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। কিন্তু সেই মাঠে খেলে বড় খেলোয়াড় হয়ে ওঠার স্বপ্ন চাপা পড়ে গিয়েছে কচুরিপানা আর কাদাজলে। বেহাল নিকাশির কারণে বছরের অধিকাংশ সময় মাঠটি ডুবে থাকে জলে। খেলাধুলো কার্যত শিকেয়।
২০০৯ সাল। এই রাজ্যে ক্ষমতায় তখন বামেরা। হাওড়ার সাংসদ সিপিএমের স্বদেশ চক্রবর্তী। সাংসদ তহবিলের টাকায় হাওড়া উন্নয়ন সংস্থা তৈরি করেছিল এই ‘আরগোড়ি স্টেডিয়াম’। সবুজ ঘাসে ঢাকা বড় মাঠের দু’পাশে গোলপোস্ট, দক্ষিণ দিকে গ্যালারিও তৈরি হয়। মোটামুটি ২০০ মানুষ সেখানে বসতে পারতেন। মাঠ ও গ্যালারি উদ্বোধনের পর কয়েক বছর ধরে তাতে খেলাধুলো হয়েছিল। আরগোড়ি স্পোর্টিং ক্লাব ও স্থানীয় কয়েকটি ক্লাবের উদ্যোগে সাঁকরাইল লিগও হতো। পাড়ার ছেলেমেয়েদের খেলার মাঠ হিসেবে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছিল স্টেডিয়ামটি। বর্ষার সময় একমাস খেলা বন্ধ থাকত। আর বছরের বাকি সময় শুকনো মাঠে একটানা খেলাধুলো করতেন খেলোয়াররা। কিন্তু পরবর্তী সময় মাঠের আশপাশজুড়ে কারখানার সংখ্যা বেড়েছে। বেহাল হয়েছে ওই এলাকার নিকাশি ব্যবস্থা। আর ততই খেলার অযোগ্য হয়ে উঠেছে মাঠের সবুজ অংশ। বৃষ্টির পর এখন হাঁটু সমান জল জমে। অন্যদিকে মাঠের অভাবে বন্ধ হয়ে গিয়েছে সাঁকরাইল লিগ। 
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখানকার নিকাশি ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের। আশপাশে প্রচুর কারখানা গজিয়ে উঠেছে। সেগুলির নিকাশির জল এসে মাঠে জমে। স্থানীয় প্রশাসন  বা কারখানা কর্তৃপক্ষ কেউই গা করে না। উপযুক্ত ড্রেন তৈরির কোনও উদ্যোগ কেউই নেয়নি। ফলে বছরের আট মাস কাদা ও জলে ডুবে পড়ে থাকে আরগোড়ি স্টেডিয়াম। ঘাসের বদলে মাঠের ৯০ ভাগ অংশ ঢাকা থাকে কচুরিপানায়। সুলতান লস্কর নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বহুবার আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। তারা হচ্ছে হবে করে কাটিয়ে দেয়। আর কারখানার মালিককে বলতে গেলে তারা উল্টে বলে নেতাদের সঙ্গে কথা হয়ে গিয়েছে। এইসব বলে কাজের কাজ কিছুই করে না কেউ।’ 
অন্যান্য বাসিন্দাদের বক্তব্য, প্রতিবছর কারখানা থেকে নির্গত জলের পরিমাণ বাড়ছে। বরজাহান শাহ নামে একজনের বক্তব্য, ‘সারা বছর মাঠ না পাওয়ায় বাচ্চাদের খেলাধুলোর প্রতি আগ্রহ কমে গিয়েছে। এখনও গিয়ে দেখুন, মাঠ কচুরিপানায় ঢাকা।’ কোনওদিন কী হাল ফিরবে আরগোড়ি পল্লিশ্রী গ্রামে তৈরি হওয়া এই স্টেডিয়ামটি? অভিযোগ, প্রশাসন দীর্ঘদিন ধরেই হেলদোলহীন। রাজনৈতিক নেতা-নেত্রীরা স্টেডিয়ামটিকে পুনরুদ্ধার করতে সক্রিয় নয়। বিষয়টি নিয়ে সাঁকরাইল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত দে বলেন, ‘মাত্র কয়েকদিন আগে আমি ব্লকের দায়িত্ব নিয়েছি। বিষয়টি সম্পর্কে খোঁজ নেব। কেন এই অবস্থা খতিয়ে দেখছি।’  নিজস্ব চিত্র
8Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা