কলকাতা

মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েই শুরু 
হবে বাম আমলের দুর্নীতির তদন্ত
জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে বাম আমলের শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত হবে। শুক্রবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ক্যাগ রিপোর্টে উল্লিখিত বাম আমলে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত সংবাদ এদিন প্রকাশিত হয়। সাংবাদিক বৈঠকে দীর্ঘক্ষণ সেই বিষয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীর কলেজে শিক্ষাকর্মীর চাকরি পাওয়া নিয়ে অভিযোগের তদন্তের জন্যও মুখ্যমন্ত্রীর অনুমতি প্রয়োজন বলে মনে করেন ব্রাত্য। তাঁর কথায়, মিলিদেবী এই সরকারের আমলে প্রায় ১১ বছর চাকরি করেছেন। এই সরকারের কাছ থেকেই পেনশন পান। তাই বিষয়টি তদন্তের আওতায় আনতে মুখ্যমন্ত্রীর অনুমতি প্রয়োজন। 
সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, সিপিএমের এক নেতার স্ত্রী, কন্যা, জামাতা সরকারি স্কুলে শিক্ষকতার চাকরি করেন। তাঁদের ব্যক্তিগতভাবে চেনেন তিনি। অবশ্য তিনি এও বলেন, ‘বিরোধী মানেই শত্রু, এটা আমি মনে করি না। তবে, অভিযোগ উঠলে তদন্ত হওয়া বাঞ্ছনীয়।’ এই অভিযোগ সম্পর্কে সুজন চক্রবর্তীর টুইটের প্রসঙ্গ উঠলে কার্যত মেজাজ হারান মন্ত্রী। তিনি বলেন, ‘কে উনি হরিদাস পাল? ওঁকে তো পার্টি পোছেই না। উনি তো পলিট ব্যুরো সদস্যও নন। উনি বুদ্ধদেব ভট্টাচার্য, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিমদের নামের আড়াল নিতে চাইছেন।’
আরও আগে কেন ক্যাগের রিপোর্ট নিয়ে তদন্ত হয়নি? ব্রাত্যবাবু বলেন, ‘এটা আমি জানতাম না। গতকাল জানতে পেরেছি। ওই রিপোর্ট পড়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব।’ এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, মিলি চক্রবর্তী যখন চাকরি পেয়েছেন, তখন কলেজে অশিক্ষক কর্মী নিয়োগে লিখিত পরীক্ষা হতো না। কলেজের পরিচালন সমিতি সিদ্ধান্ত নিত। তাঁরাও চান, তদন্ত হোক। তাতে রাজ্যের মঙ্গল হবে। দুর্নীতি হয়ে থাকলে শ্বেতপত্র প্রকাশের দাবি বিমানবাবুরা আগেই জানিয়েছেন। এদিকে, বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে, বাম আমলে শিক্ষাদপ্তরে নিয়োগপ্রাপ্তদের তালিকা ব্লকস্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার তোড়জোড় চলছে।  সেই তালিকা থেকে দপ্তরের তৃণমূল সমর্থক কর্মীরা সিপিএম নেতা বা তাঁদের ঘনিষ্ঠদের চাকরি পাওয়ার তথ্য তুলে আনবেন। পরে দল সেটিই শ্বেতপত্র হিসেবে প্রকাশ করবে। 
16Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা