কলকাতা

আসন্ন পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা
দিতে না পারলে আমাকে জানান
বিরোধীদের বার্তা অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন জমা করতে না দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ফের দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। এবার যাতে সেরকম কোনও অভিযোগ না ওঠে, তার জন্য দলীয় অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা আরও নিশ্চিত করতে এবার বিরোধীদের উদ্দেশে তাঁর বার্তা, ‘মনোনয়ন জমা দিতে না পারলে আমাকে জানান। আমি নিজে দাঁড়িয়ে থেকে সেই ব্যবস্থা করে দেব। কোথায় সমস্যা হচ্ছে, এক ডাকে অভিষেকে ফোন করে জানিয়ে দিলে আমি নিজে সেই প্রার্থীর মনোনয়ন জমা করিয়ে দেব।’ শনিবার বজবজে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিক সম্মলেনে এই কথা বলেন অভিষেক। মনোনয়ন জমা দেওয়া নিয়ে বিরোধীদের নিশ্চিন্তে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। সেই সঙ্গে কটাক্ষের সুরে তাঁর মন্তব্য, ‘আগে প্রার্থী তৈরি করুক বিরোধীরা। তারপর তো মনোনয়ন!’ এরপরই ‘এক ডাকে অভিষেক’ ফোন পরিষেবার কথা টেনে আনেন তিনি। বলেন, সারা রাজ্য থেকে প্রায় ৮ লক্ষ ফোন এসেছে। প্রার্থী হতে চান, এমন অনেকেও ফোন করেছেন। পঞ্চায়েত প্রধানরা কেমন কাজ করছেন, তাঁদের মূল্যায়নের খবরও এসেছে আমার কাছে।’
এদিন সাংবাদিক বৈঠকে কেন্দ্র এবং বিজেপি সম্পর্কে আগাগোড়া আক্রমণাত্মক ছিলেন অভিষেক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভরতার স্লোগানকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ‘রাজ্য থেকে সব টাকা নিয়ে যাচ্ছে কেন্দ্র। দিল্লি যদি বাংলার উপর নির্ভরশীল হয়, তাহলে কীসের আত্মনির্ভর? প্রতি বছর এখান থেকে ৫০ হাজার কোটি নিয়ে যাচ্ছে কেন্দ্র। তারা টাকা তোলা বন্ধ করলে আমরাও টাকা চাইব না।’ রাজ্য থেকে তুলে নিয়ে যাওয়া টাকা কেন্দ্র অপচয় করছে বলেও অভিযোগ করেন তিনি।  তাঁর দাবি, ‘কেন্দ্র সবচেয়ে বেশি অর্থনৈতিক অপরাধ করেছে। লকডাউনের সময় যখন মানুষ খেতে পাচ্ছিল না, তখন তাদের পাশে না দাঁড়িয়ে কেন্দ্র ৮ হাজার কোটি টাকার প্লেন কিনছে, পাঁচ হাজার কোটি টাকার প্রচার করছে এবং ২০ হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা ঘোষণা করছে।’ ‘দিদির দূত’ হয়ে গ্রামে যাওয়া জনপ্রতিনিধিরা কিছু জায়গায় স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ছেন। এ বিষয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন, ‘মানুষের ক্ষোভ আমাদের কাছে আশীর্বাদ। যাঁদের কাছে পায়, তাঁদের কাছেই তো দাবিদাওয়া জানাবে মানুষ।’                            ডায়মন্ডহারবারে অভিষেক। -নিজস্ব চিত্র  
18Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা