মানসিক অস্থিরতা দেখা দেবে। বন্ধু-বান্ধবদের থেকে দূরত্ব বজায় রাখা দরকার। কর্মে একাধিক শুভ যোগাযোগ আসবে। ... বিশদ
কী করতে হচ্ছে এই চ্যালেঞ্জে? ব্যবহারকারীকে তাঁর জীবনের বিভিন্ন সময়ের পাঁচটি ছবি আপলোড করতে হবে। আর সেটা করতে পারলেই কেল্লাফতে, টিকটক বানিয়ে দেবে একটি অসাধারণ ভিডিও। সেই ভিডিওর মধ্যে দিয়ে ওই পাঁচটি ছবির মাধ্যমে ইউজারের মুখমণ্ডলের বিবর্তন ধরা পড়বে— অতীত থেকে বর্তমান। এখনও পর্যন্ত ‘মাই জার্নি’ হিসেবে ইউজাররা পনেরো লক্ষ ভিডিও আপলোড করেছেন! দেখা যাক আগামী দিনে এই পদক্ষেপ আর কী কী রেকর্ড করে।