মানসিক অস্থিরতা দেখা দেবে। বন্ধু-বান্ধবদের থেকে দূরত্ব বজায় রাখা দরকার। কর্মে একাধিক শুভ যোগাযোগ আসবে। ... বিশদ
প্রায় তিন ঘণ্টার এই ছবির প্রথমার্ধে পরিচালক গল্প বুনেছেন। নিপুণভাবে বুনেছেন তা জোড় গলায় না বলা গেলেও, খারাপ লাগবে না। বাড়ির অন্দরের রাজনীতিকেও পরিচালক ফুটিয়ে তুলেছেন। যে সব রাজনীতিগুলো চিরকালীন। প্রেমের মধ্যে আবার জাতপাতের সমস্যাও উঁকি মারে। বলাই বাহুল্য সেই সমস্যা আজও সমাজের মধ্যে বিদ্যমান। চিন্তাভাবনা থেকে শুরু করে আদবকায়দা এই শূন্য দশকেও পরিবর্তন খুবই কম। যাই হোক! ছবির দ্বিতীয়ার্ধে মর্মান্তিক যুদ্ধের দৃশ্য রয়েছে। স্লো মোশনে বীর যোদ্ধা ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ছে, এই দৃশ্য দর্শক তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেই পারেন। আবেগপ্রবণ বাঙালির চোখের কোন চিকচিক করে উঠলে অবাক হওয়ার কারণ নেই। এই বীর যোদ্ধা অর্থাত্ সদাশিবের চরিত্রে ভালোই অভিনয় করেছেন অর্জুন কাপুর। রণসজ্জায় সজ্জিত হয়ে যুদ্ধের দৃশ্যে বেশ দেখাচ্ছিল তাঁকে। সদাশিবের স্ত্রী অর্থাত্ পার্বতী বাঈয়ের চরিত্রে রয়েছেন কৃতী শ্যানন। পরিচালক যুদ্ধের সময় এই মহিলা চরিত্রকে ভয়ে যবুথবু থাকতে না দেখিয়ে, হাতে তরবারি নিয়ে শক্র নিধন করতে দেখিয়েছেন। এর জন্য পরিচালকের বাহবা প্রাপ্য। বদলাতে থাকা সমাজে এরকম চরিত্র বারবার ফুটিয়ে তোলা দরকার। কৃতীর অভিনয়ও বেশ লেগেছে। বিশেষ করে স্বামী যুদ্ধে রয়েছে আর রণভূমির উপান্তে দাঁড়িয়ে স্ত্রীয়ের উদ্বিগ্ন মনোভাব তাঁর অভিনয়ের মধ্যে ফুটে উঠেছে। আহমেদ আবদালির চরিত্রে সঞ্জয় দত্ত একটা নির্দিষ্ট প্রথার মধ্যে থেকে অভিনয় করলেন বলে মনে হল। প্রভাবশালী রাজার রক্ত যেন ঠান্ডা হয়ে গিয়েছে। অর্জুন এবং কৃতীর প্রেমকাহিনীকে জমতে দিতে পরিচালক বেশ সময় নিয়েছেন। সময়টা বড্ড বেশি বলেই হয়তো, বিরতির আগে দর্শকগণ প্রেক্ষাগৃহের মেনু কার্ডে একবার চোখ বুলিয়ে নেওয়ার ফুরসত্ পাবেন।
পিরিয়ড ফিল্মের ক্ষেত্রে সেট ডিজাইন এবং পোশাক পরিকল্পনা একটা মস্ত ভূমিকা পালন করে। সেই দিক থেকে দেখতে গেলে এই ছবি উতরে গিয়েছে। অকারণ আড়ম্বর প্রায় কোথাও ছিল না। ছবির সিনেমাটোগ্রাফার সি কে মুরলিধরনের চোখ দিয়ে পিরিয়ড ফিল্ম জীবন্ত হয়ে উঠেছে। ‘পানিপথ’ ছবিটি ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়কে তুলে ধরেছে। মারাঠাদের জাত্যাভিমান, তাদের শৌর্যের ইতিহাস চমত্কারভাবে দেখানো হয়েছে। যুদ্ধের ছবি যাঁদের পছন্দ, ইতিহাস নিয়ে যাঁদের উত্সাহ রয়েছে, তাঁরা এই ছবি দেখতেই পারেন।