মানসিক অস্থিরতা দেখা দেবে। বন্ধু-বান্ধবদের থেকে দূরত্ব বজায় রাখা দরকার। কর্মে একাধিক শুভ যোগাযোগ আসবে। ... বিশদ
দ্বিতীয় দফার ভোটে হেভিওয়েট প্রার্থীদের তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। তিনি জামশেদপুর (পূর্ব) কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়িয়েছেন প্রাক্তন সহকর্মী তথা ক্যাবিনেট সদস্য সরযূ রায়। অন্যদিকে, ঝাড়খণ্ড বিধানসভার অধ্যক্ষ দীনেশ ওঁরাও বিজেপির টিকিটে সিসাই কেন্দ্র থেকে লড়ছেন। খুন্তি থেকে লড়ছেন আরও এক হেভিওয়েট বিজেপি প্রার্থী তথা রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী নীলকণ্ঠ সিং মুণ্ডা। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি লক্ষ্মণ গিলুয়া চক্রধরপুর থেকে প্রার্থী হয়েছেন। ২০টি আসনের প্রত্যেকটিতেই প্রার্থী দিয়েছে বিজেপি। অন্যদিকে, কংগ্রেস ও জেএমএম জোট যথাক্রমে ৬ ও ১৪টি আসনে প্রার্থী দিয়েছে।