মানসিক অস্থিরতা দেখা দেবে। বন্ধু-বান্ধবদের থেকে দূরত্ব বজায় রাখা দরকার। কর্মে একাধিক শুভ যোগাযোগ আসবে। ... বিশদ
তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের পর শাসকদল নতুন করে উজ্জীবিত হয়েছে। আর নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে বারাকপুর শিল্পাঞ্চল এলাকায়। শাসক দল নিজেদের পার্টি অফিস পুনরুদ্ধার করতে যাচ্ছে, তখনই বাড়ছে উত্তেজনা। ভাটপাড়ায় অনাস্থা ঘিরে তৃণমূল ও বিজেপির নতুন করে সংঘাত তৈরি হয়েছে। শাসক দলের পক্ষে ১৮ জন কাউন্সিলার আসার পর থেকেই একাধিক ওয়ার্ডে বিজেপি ও তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন। বোমাবাজির ঘটনা ঘটছে আকছার। কখনও বিজেপি কর্মীর বাড়িতে বোমা ফেলার অভিযোগ উঠছে তৃণমূলের দিকে। আবার কখনও তৃণমূল কর্মীর বাড়িতে বোমা ফেলার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে।
বৃহস্পতিবার বিকেলেই জগদ্দল থানার সামনে কলা বাগানে বিজেপির পার্টি অফিস তৃণমূল কর্মীরা দখল করতে যায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ভাটপাড়ার বিধায়ক তথা অর্জুন সিংয়ের পুত্র পবন সিং আসেন ঘটনাস্থলে। অভিযোগ, পুলিসের সামনেই দুটি বোমা ফেলা হয় বিধায়ককে লক্ষ্য করে। যদিও বোমা দুটি ফাটেনি।
বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ কাঁকিনাড়ার রথতলা বাজারে তৃণমূলের কাউন্সিলার মিলি দত্তের বাড়িতে দুটি বোমাবাজি করা হয়। বোমাবাজিতে পুরনো বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। তৃণমূলের অভিযোগ, অনাস্থাপত্র জমা দিতে যাতে না যান মিলি দত্ত, তার জন্যই বিজেপি বোমাবাজি করেছে। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। শুক্রবার ভাটপাড়া পুরসভায় অনাস্থাপত্র জমা দিয়েছে তৃণমূল। পুরসভায় গিয়েও ছিলেন কাউন্সিলার।
এদিন দুপুরে রথতলা বাজারে থাকা বিজেপির একটি পার্টি অফিস দখল করতে যায় তৃণমূল কর্মীরা। ওই পার্টি অফিসে দলীয় পতাকা বাঁধছিলেন তাঁরা। খবর পেয়ে বিজেপির কাউন্সিলার প্রমোদ সিং আসেন। তিনি বাধা দিতে যান। জড়ো হন অন্যান্য বিজেপি কর্মীরাও। এর জেরে চরম উত্তেজনা ছড়ায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া থানার পুলিস। বিজেপির অভিযোগ, পুলিস লাঠিচার্জ করে আমাদের কর্মীদের হটিয়ে দিয়েছে।
ভাটপাড়া পুরসভার বিজেপির চেয়ারম্যান সৌরভ বলেন, পুলিসকে সঙ্গে নিয়ে তৃণমূল আমাদের পার্টি অফিসগুলি দখল করছে। পুলিস দলদাস হয়ে গিয়েছে। তৃণমূলের ভাটপাড়া পুরসভা বিধানসভা কমিটির আহ্বায়ক সোমনাথ শ্যাম বলেন, পার্টি অফিসগুলি আমাদের। ওরা গত লোকসভা নির্বাচনের পর দখল করেছিল। সেগুলিই আমরা পুনরুদ্ধার করছি।