মানসিক অস্থিরতা দেখা দেবে। বন্ধু-বান্ধবদের থেকে দূরত্ব বজায় রাখা দরকার। কর্মে একাধিক শুভ যোগাযোগ আসবে। ... বিশদ
অনেকেই মনে করেছিল রামমন্দির সংক্রান্ত রায়ের জেরে বড়সড় কোনও অশান্তি হবে। কিন্তু ভারত এখন অনেক বেশি পরিণতমনস্ক। দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে মোদি আজ আইনশৃঙ্খলায় আরও বেশি কেন্দ্রীয় হস্তক্ষেপের মৃদু ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রাজ্যের ইস্যু। কিন্তু জাতীয় সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে আরও বেশি কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় ও সংযোগ তৈরি করা দরকার। প্রধানমন্ত্রী বলেছেন, ৩৭০ নং ধারার বিলোপসাধন এক বৈপ্লবিক সিদ্ধান্ত। ভারতের অভ্যন্তরীণ সমন্বয় সাধনের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করার অত্যন্ত প্রয়োজন ছিল। প্রত্যক্ষভাবে না হলেও নাগরিকত্ব বিল সংসদে পেশ হওয়ার প্রাক্কালে মোদি আজ বলেছেন, দেশের নাগরিকদের নাগরিকত্ব সুনিশ্চিত করা এবং দেশকে সুরক্ষিত করার দায় সরকারেরই। তাঁর কথায়, কোনও সরকারই নিজের দেশবাসীর উপর চাপ সৃষ্টি করে না। সেটা উচিতও নয়।
বস্তুত এখনও পর্যন্ত নির্বাচনী সমাবেশ কিংবা সরকারি অনুষ্ঠান, কোনও বক্তৃতায় প্রধানমন্ত্রী আর্থিক মন্দা নিয়ে কোনও মন্তব্যই করেননি। সরকারের অর্থমন্ত্রী এর আগে বলেছিলেন, আর্থিক সমস্যা হয়তো তৈরি হয়েছে, কিন্তু আর্থিক মন্দা নেই। অর্থমন্ত্রীর ওই মন্তব্যের জেরে কটাক্ষ করে সদ্য জেল থেকে জামিনে মুক্তি পাওয়া প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম গতকালই বলেছেন, অর্থমন্ত্রীর মন্তব্য শুনে মনে হচ্ছে তিনি বলতে চাইছেন, উপকূলে একটা প্রবল ঝড় হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি প্রাণহানি হয়েছে। কিন্তু সৌভাগ্যের বিষয় যে সুনামি হয়নি! তিনি কী সুনামি চান? অর্থাৎ আর্থিক মন্দা চান? ততক্ষণ পর্যন্ত এই সরকাররের উদ্বেগ হবে না?