রিয়েল লাইফ পিতা-পুত্র জুটিকে এবার দেখা যাবে রিল লাইফেও! শাহিদ কাপুর তাঁর আগামী ছবির কথা ঘোষণা করে দিয়েছেন। এই ছবিটি তেলুগু ছবি ‘জার্সি’র রিমেক। যদিও হিন্দিতে ছবির নাম একই রাখা হয়েছে। অক্টোবর মাসের শেষ থেকেই এই ছবির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন তিনি। ক্রিকেট ট্রেনিং নেওয়াও শুরু করেছেন ‘কবীর সিং’ খ্যাত এই অভিনেতা। শাহিদের সঙ্গে ছবিতে থাকছেন ম্রুণাল ঠাকুর। এবার শাহিদের বাবার চরিত্রে অভিনয় করার জন্য পঙ্কজ কাপুরের নাম অভিনেতাদের তালিকায় যুক্ত হল। তিনি এর আগেও শাহিদের সঙ্গে ‘মৌসম’ এবং ‘শানদার’ ছবিতে অভিনয় করেছেন। পঙ্কজও শাহিদের সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে রয়েছেন।
সূত্রের খবর, ডিসেম্বর থেকেই শাহিদ শ্যুটিং শুরু করবেন। ৩০ তারিখ পর্যন্ত শ্যুটিং চলবে। তারপর নতুন বছরের ছুটির জন্য পাঁচ দিনের বিরতি থাকবে। গোটা জানুয়ারি মাসটাই চণ্ডীগড়ে শ্যুটিং হবে। ‘জার্সি’র রিমেক পরিচালনা করবেন গৌতম তিন্নানৌরি। আগামী বছর ২৮ আগস্ট ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।