মানসিক অস্থিরতা দেখা দেবে। বন্ধু-বান্ধবদের থেকে দূরত্ব বজায় রাখা দরকার। কর্মে একাধিক শুভ যোগাযোগ আসবে। ... বিশদ
রণবীর এখন করণ জোহরের ‘ব্রহ্মাস্ত্র’ আর যশরাজ ফিল্মসের ‘শামশেরা’ ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন। ‘ব্রহ্মাস্ত্র’ ছাড়া আলিয়ার হাতেও বেশ কিছু কাজ রয়েছে। মহেশ ভাটের ‘সড়ক ২’, সঞ্জয়লীলা বনসালির ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। সূত্রের খবর, রণবীর আগে কাজ শেষ করে নিতে পারলেও, আলিয়ার হাতে দু’টি কাজ থাকার কারণে ছুটি পেতে পেতে নভেম্বর কিংবা ডিসেম্বর হয়ে যাবে।
তাঁদের বিয়ের অনুষ্ঠান দেশের বাইরেই হবে। আলিয়া এবং রণবীর বেশ অনেকদিন ধরেই প্রেম করছেন। শোনা যায়, ক্যাটরিনা কাইফের ঘনিষ্ঠ বন্ধু অয়ন মুখোপাধ্যায় নাকি প্রথম দিকে রণবীর এবং আলিয়ার মধ্যে যোগসূত্রের কাজ করেছিলেন।