মানসিক অস্থিরতা দেখা দেবে। বন্ধু-বান্ধবদের থেকে দূরত্ব বজায় রাখা দরকার। কর্মে একাধিক শুভ যোগাযোগ আসবে। ... বিশদ
সূত্রের খবর, অজয়কে নিয়ে লাভ রঞ্জন যে ছবির পরিকল্পনা করেছিলেন তার থেকে এটা একেবারেই অন্য একটি ছবি। যে কোনও কারণেই হোক, অজয় এখনই লাভ রঞ্জনের সঙ্গে কাজ করতে চাইছেন না। আগামী বছরের মাঝামাঝি সময় থেকে এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। মজার বিষয় হল, এই রণবীর কাপুরের সঙ্গেই দীপিকা একসময় প্রেম করেছেন। তাঁদের আবার একত্রে পর্দায় দেখার জন্য দর্শক কিন্তু অপেক্ষা করে থাকবেন।
অন্যদিকে শোনা যাচ্ছে, দীপিকা নাকি করণ জোহরের একটি ছবিতে সই করে দিয়েছেন। ছবিটি পরিচালনা করতে চলেছেন শাকুন বাত্রা। মহিলাকেন্দ্রিক একটি ছবি হতে চলেছে। ছবির মুখ্য চরিত্রে থাকবেন দীপিকা। এর বেশি এখনও কিছু জানা যায়নি।