মানসিক অস্থিরতা দেখা দেবে। বন্ধু-বান্ধবদের থেকে দূরত্ব বজায় রাখা দরকার। কর্মে একাধিক শুভ যোগাযোগ আসবে। ... বিশদ
গানটির সুর করেছেন কলকাতার ছেলে গৌরব দাশগুপ্ত ও রোশিন বালু। গৌরব-রোশিন ‘কাবিল’, ‘বাগি ২’, ‘মুন্না মাইকেল’, ‘টোটাল ধামাল’-এর মতো ছবির সুর করে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন। এই সিঙ্গলটি প্রসঙ্গে পাপন বলেন, ‘আঁখিয়ায় করুণ সুর রয়েছে। এই গানের কথা ও সুর শ্রোতাদের মন ছোঁবেই।’ গৌরবের কথায়, ‘গানটির কথায় খাঁটি প্রেমের গন্ধ পেয়েছিলাম। ওই নিখাদ প্রেমই আমাকে আর রোশিনকে কাজটি করতে অনুপ্রাণিত করেছে।’