বায়োপিকের ঝড় উঠেছে বলিউডে। সেই ঝড়ে সাইনা নেহওয়াল থেকে শুরু করে মিতালি রাজ, জয়ললিতা কে নেই! তবে এখন আবার বাতাস খানিক অন্য দিকে বইছে। শুধুই জনপ্রিয় ব্যক্তিত্ব নয়, যাঁরা সাধারণ মানুষের জন্য পথে ঘাটে নেমে কাজ করেন, বড়পর্দায় এখন জায়গা করে নিচ্ছেন তাঁরাও। তার উদাহরণ হৃতিক রোশন অভিনীত ‘সুপার ৩০’। এবার কেরলের সমাজকর্মী দয়া বাঈয়ের জীবন কাহিনী বড়পর্দায় আসতে চলেছে। আগামী বছর এপ্রিল মাসেই এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। দয়া বাঈয়ের চরিত্রে অভিনয় করছেন বাংলার অভিনেত্রী বিদিতা বাগ। ছবিটি পরিচালনা করছেন শ্রী বরুণ। শেষ পর্যায়ের শ্যুটিং চলছে এই মুহূর্তে। দয়া বাঈ মূলত মধ্যপ্রদেশের আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবনধারা উন্নত করার জন্য কাজ করতেন।
এই বিষয়ে পরিচালক শ্রী বরুণ বললেন, ‘দয়া বাঈ আমাকে সবসময় অনুপ্রাণিত করে এসেছেন। অনেকদিন ধরেই ওঁকে নিয়ে আমার একটা ছবি তৈরি করার ইচ্ছে ছিল। প্রথমে তিনি ছবির জন্য রাজি ছিলেন না। তারপরে রাজি হন। তবে একটাই শর্ত ছিল, বায়োপিকে তাঁর জীবন সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরতে হবে। কাজেই আমাদের ছবিতে কোনও তৈরি করা গল্প নেই। তাঁর জীবনটাকেই দেখানো হচ্ছে।’