মানসিক অস্থিরতা দেখা দেবে। বন্ধু-বান্ধবদের থেকে দূরত্ব বজায় রাখা দরকার। কর্মে একাধিক শুভ যোগাযোগ আসবে। ... বিশদ
ছবির নিবেদক অতনু রায়চৌধুরী ‘সাঁঝবাতি’ উচ্চারণটি সঠিকভাবে করতে বলেছেন দেবকে। তাই মঞ্চে উঠেই সাঁঝবাতি বলে, দেব একবার অতনুকে রসিকতা করে জিজ্ঞেস করে নিলেন, উচ্চারণ ঠিক আছে কি না। ওদিকে দেবের পাশে পরিচালকদ্বয়, পাওলি দাম, অনুপম রায় এবং লিলি চক্রবর্তী। ‘বিসর্জন’ গনের সঙ্গে নায়ক-নায়িকা নেচে উঠলেন। দেব আবার লিলি চক্রবর্তীকে নাচ করার জন্য ধরে নিয়ে এলেন। তিনিও খানিক সঙ্গ দিলেন। নেচে উঠল উল্টো দিকের জনতাও। আহা! এমন দৃশ্য অনেকদিন মনে থাকবে।