বেশি বন্ধু-বান্ধব রাখা ঠিক হবে না। প্রেম-ভালোবাসায় সাফল্য আসবে। বিবাহযোগ আছে। কর্ম পরিবেশ পরিবর্তন হতে ... বিশদ
এই চরিত্রের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করেছেন তাহির? তাঁর কথায়, ‘প্রথমেই কোচ বলেছিলেন আমাকে স্ট্যামিনা বাড়াতে হবে। রুটিনে সাঁতার যোগ করতে হয়েছিল। তার সঙ্গে ভারী ওজন নিয়ে সপ্তাহে তিন দিন জিম। প্রশিক্ষক বলেছিলেন যে, ফিল্ডিংই হোক বা ব্যাটিং, পর্দায় আমাকে দেখলে যেন একজন পেশাদার ক্রিকেটার মনে হয়। আর অভিনেতা হিসেবে সবসময়েই আমার পারফেকশন পছন্দ। আমার পরিশ্রমের দিকে তাকালে বলতে পারি আমি এই চরিত্রটাকে ভালোই ফুটিয়ে তুলতে পারব।’ এখন তাহির দর্শককে গাভাসকারের ভূমিকায় চমকে দিতে পারেন কিনা দেখা যাক।