বেশি বন্ধু-বান্ধব রাখা ঠিক হবে না। প্রেম-ভালোবাসায় সাফল্য আসবে। বিবাহযোগ আছে। কর্ম পরিবেশ পরিবর্তন হতে ... বিশদ
গত মঙ্গলবার অযোধ্যা মামলার প্রকৃত মোকদ্দমাকারী গোপাল সিং বিশারদ দ্রুত শুনানির আবেদন করেন। একইসঙ্গে তিনি দাবি করেন, রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি বিতর্ক নিয়ে মধ্যস্থতাকারী প্যানেল গঠিত হলেও কোনও কাজ হয়নি। গোপাল সিংয়ের আইনজীবী পি এস নরসিংহ মামলার দ্রুত শুনানির আবেদনের ভিত্তিতেই বিচারপতিদের বেঞ্চ এদিন মধ্যস্থতা প্রক্রিয়ার রিপোর্ট ১৮ জুলাইয়ের মধ্যে জমা দিতে বলে।
গত ১০ মে পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চ শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি এফ এম আই কালিফুল্লার নেতৃত্বে গঠিত তিন সদস্যের মধ্যস্থতাকারী বেঞ্চের মেয়াদ ১৫ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দেয়। তারপরও মামলায় ‘বিন্দুমাত্র অগ্রগতি’ হয়নি বলে দাবি করেছেন প্রকৃত মোকাদ্দমাকারী। সেই দাবিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে শীর্ষ আদালত। অবশ্য মধ্যস্থতাকারী প্যানেল আদালতে জানিয়েছে, রাজনৈতিকভাবে স্পর্শকাতর এই মামলায় সর্বজন স্বীকৃত সমাধানসূত্র নিয়ে তাঁরা আশাবাদী। প্রাক্তন বিচারপতি কালিফুল্লার পাশাপাশি ধর্মগুরু শ্রীশ্রীরবিশঙ্কর এবং প্রবীণ আইনজীবী শ্রীরাম পঞ্চু ওই প্যানেলের সদস্য।