বেশি বন্ধু-বান্ধব রাখা ঠিক হবে না। প্রেম-ভালোবাসায় সাফল্য আসবে। বিবাহযোগ আছে। কর্ম পরিবেশ পরিবর্তন হতে ... বিশদ
আগস্ট মাসের শুরুতেই সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে পরিণীতির নতুন ছবি ‘জাবারিয়া জোড়ি’ মুক্তি পাওয়ার কথা। ফলে এখন অভিনেত্রীর ছবির প্রচারের চাপ বাড়বে বৈকি। আবার ঠিক ওই সময় থেকেই ‘গার্ল অন দ্য ট্রেন’ হিন্দি রিমেকের শ্যুটিং শুরু হওয়ার কথা। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন যে পরিণীতি। এই ছবির জন্য পরিণীতি ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন। এদিকে সাইনা নেহওয়ালের বায়োপিকের জন্য নিয়মিত ব্যাডমিন্টন ট্রেনিং নিতে হচ্ছে পরিণীতিকে। কারণ ‘গার্ল অন দ্য ট্রেন’-এর শ্যুটিং শেষ করেই সাইনার বায়োপিকের শ্যুটিং শুরু হওয়ার কথা। আবার চলতি সপ্তাহেই পরিণীতি পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে পাকাপাকিভাবে থাকা শুরু করবেন। আগামী তিন সপ্তাহ যে অভিনেত্রীর চরম ব্যস্ততার মধ্যে কাটবে সে বিষয়ে আর কোনও সন্দেহ নেই।