বেশি বন্ধু-বান্ধব রাখা ঠিক হবে না। প্রেম-ভালোবাসায় সাফল্য আসবে। বিবাহযোগ আছে। কর্ম পরিবেশ পরিবর্তন হতে ... বিশদ
গানটির নতুন রূপের সঙ্গীত পরিচালনা করেছেন তানিষ্ক বাগচী। ডেভিড কথা দিয়েছেন তিনি মূল গানকে কোনওভাবেই বিকৃত করবেন না। ‘এটা আমাদের ছবির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গান। এখন সময় বদলেছে কাজেই বরুণ এবং সারাকে দিয়ে আমি এই গানের চিত্রয়ান একটু অন্যভাবে করতে চলেছি,’ বলে জানিয়েছেন ডেভিড। তিনি আরও বলেছেন, ‘এই গানটি আমাদের ছবির সাফল্যের পিছনে বিরাট ভূমিকা পালন করবে।’
মূল ছবিটি ১৯৯৫ সালে বেঙ্গালুরুতে শ্যুটিং হয়েছিল। ‘সেই সময় আমরা বেঙ্গালুরুতে একটি জায়গা খুঁজে পেয়েছিলাম, যেখানে অনেক ভেলপুরির দোকান ছিল। আর ভেলপুরি মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় স্ট্রিটফুড। তখনই মাথায় একটা আইডিয়া আসে, কীভাবে এই ভেলপুরির মাধ্যমেই ছবিতে মুম্বই শহরটাকে তুলে ধরা যায়,’ স্মৃতি হাতরে বললেন ডেভিড। দর্শক কী আশা করতে পারে এই নতুন গান থেকে? ‘এটা একটা মজার গান। দু’জনের মধ্যে কীভাবে সম্পর্কের গভীরতা বাড়ছে সেটাই দেখানো হয়েছে’, হাসতে হাসতে জানালেন ডেভিড।