বেশি বন্ধু-বান্ধব রাখা ঠিক হবে না। প্রেম-ভালোবাসায় সাফল্য আসবে। বিবাহযোগ আছে। কর্ম পরিবেশ পরিবর্তন হতে ... বিশদ
নিজের পরিচিত ঘরানার বাইরে এসে ছবি করতে চাইছেন পরিচালক মৈনাক ভৌমিক। ‘বর্ণপরিচয়’ দিয়ে ইতিমধ্যেই থ্রিলারে হাতেখড়ি হয়েছে পরিচালকের। এই মাসেই সেই ছবির মুক্তি পাওয়ার কথা। আর তার আগেই নতুন ছবির ঘোষণা করলেন মৈনাক। বলছিলেন, ‘২০১৪ সাল থেকেই কিশোর গোয়েন্দা নিয়ে ছবি করতে চাইছিলাম। সাহিত্য থেকে কাউকে বেছে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু তারপর মনে হল রহস্যের সঙ্গে সঙ্গে চরিত্রের বেড়ে ওঠাটাও দরকার। তাই নিজেই গল্প তৈরি করলাম।’ বিক্রম থুড়ি গোয়েন্দা জুনিয়র ক্লাস টেনের ছাত্র। তাকে রহস্য সমাধানে ব্যবহার করছে তার জেঠুর বস সঞ্জয়। এই চরিত্রের জন্য ভাবা হয়েছে কৃষ্ণেন্দু অধিকারীকে।
অন্যদিকে কেরিয়ারের প্রথম গোয়ন্দা চরিত্র নিয়ে বেশ উচ্ছ্বসিত মনে হল ঋতব্রতকে। তাঁর কথায়, ‘আমি বেশ এক্সাইটেড। আর মজাটা এখানেই যে এই গোয়েন্দা পেশাদার নয়। তাই রহস্য সমাধানের মধ্যে একটা মজা লুকিয়ে রয়েছে। দেখা যাক কেমন করতে পারি।’ ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নতুন মুখের খোঁজ চলছে। কী ধরনের রহস্য সমাধান করবে গোয়েন্দা জুনিয়র? না, এই বিষয়ে আপাতাত মুখে কুলুপ এঁটেছেন পরিচালক। এসভিএফ এর প্রযোজনায় আগামী ২০ জুলাই থেকে কলকাতায় ছবির শ্যুটিং শুরু হবে।