বেশি বন্ধু-বান্ধব রাখা ঠিক হবে না। প্রেম-ভালোবাসায় সাফল্য আসবে। বিবাহযোগ আছে। কর্ম পরিবেশ পরিবর্তন হতে ... বিশদ
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় প্রতাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার আমদই গ্রাম থেকে জগন্নাথপুর হয়ে কালীনগর পর্যন্ত ৩.১ কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে। তার জন্য প্রায় ১ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। গ্রামবাসীর অভিযোগ, সরকারি নিয়ম মেনে পরিমাণ মতো সামগ্রী দেওয়া হচ্ছে না। এই দাবিতে গ্রামবাসীরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে সুজিতবাবু রাস্তা তৈরির কাজ সরেজমিনে খতিয়ে দেখেন। অভিযোগ সঠিক দেখে তিনি রাস্তা নতুন করে তৈরির আশ্বাস দেন। সুজিতবাবু বলেন, গ্রামবাসীদের অভিযোগ পাওয়া মাত্রই আমি গ্রামে যাই। জেলাপরিষদের ইঞ্জিনিয়ারকে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি। ওই ঠিকাদার নিয়ম মেনে রাস্তা তৈরি করলে ভালো। না হলে ঠিকাদারকে ব্ল্যাক লিস্টেড করা হবে ও নতুন ঠিকাদার দিয়ে সঠিক ভাবে রাস্তা তৈরি করা হবে।