ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ
গতবছর কোভিড পরিস্থিতিতে প্রথমবার বোন ফোঁটার আয়োজন করেছিলেন ইন্দ্রাণী। এ বছর তা দ্বিতীয় বর্ষে পা দিল। এমন ফোঁটার ভাবনাই বা ক’জন ভাবেন! প্রায় তিরিশ জন বোনকে ফোঁটা দেওয়া হল অনুষ্ঠানে। বাইপাস সংলগ্ন এক রেস্তরাঁয় এই বোন ফোঁটার আসর বসেছিল। সেখানেই অনুষ্ঠানের মূল হোতা ইন্দ্রাণী বললেন, ‘ভাই ফোঁটার যদি নির্দিষ্ট একটা দিন থাকতে পারে, তাহলে বোন ফোঁটার নয় কেন? সেই ভাবনা থেকেই এই উৎসবের সূচনা।’ অনুষ্ঠানে লিলি চক্রবর্তী, জোজো, মৌবনী সরকার, সায়ন্তনী গুহঠাকুরতা, পায়েল মুখোপাধ্যায় সহ একাধিক টলি সেলেব বোন ফোঁটা নিলেন। অসুস্থতা ও আউটডোর শ্যুটিংয়ের ঝক্কি সামলে ফোঁটা নিতে এসে বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী বললেন, ‘ইন্দ্রাণী যে ভাবে নতুন নতুন ভাবনা নিয়ে হাজির হয়, সেটা আমার ভালো লাগে। ওর এই ভাবনাটায় বেশ নতুনত্ব রয়েছে।’ অনুষ্ঠানের জন্য একটি থিম মিউজিক তৈরি করেছেন পণ্ডিত মল্লার ঘোষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র।
—মানসী নাথ