ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ
উদ্বোধন করলেন নটসেনার প্রতিষ্ঠাতা সম্পাদক শুভেন্দু বারিক ও চিকিৎসক-অভিনেতা অমিতাভ ভট্টাচার্য। স্মরণ করা হল নটসেনার প্রাণপুরুষ সরোজ রায় ও অন্য প্রয়াত নাট্যবন্ধুদের। তাঁদের পরিজনদের হাতে তুলে দেওয়া হল সম্মাননা। পরিবেশিত হল নটসেনার নতুন নাটক পরশুরামের গল্প অবলম্বনে ‘চিকিৎসা সংকট’। এছাড়া বেলঘরিয়া থিয়েটার অ্যাকাডেমি ‘কাগজের বিয়ে’ এবং পূর্ব পুটিয়ারি কলকাতা ‘আবছায়ার আলো’ মঞ্চস্থ করে। দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান হবে আগামী ১৮ থেকে ২১ ডিসেম্বর মুক্তাঙ্গনে। সমাপ্তি অনুষ্ঠান হবে আগামী বছর ২৬ জনুয়ারি।