পারিবারিক সম্পত্তি সংক্রান্ত আইনি কর্মে ব্যস্ততা। ব্যবসা সম্প্রসারণে অতিরিক্ত অর্থ বিনিয়োগের পরিকল্পনা। ... বিশদ
বিষয়গুলি মাথায় রেখে দ্য গ্রোয়িং জিরাফ সংস্থার পক্ষ থেকে ছোটদের জন্য তৈরি করা হয়েছে কুকিজ এবং ক্র্যাকারের মতো স্বাস্থ্যকর নানা সুস্বাদু স্ন্যাকস। সংস্থার তৈরি আইটেমগুলি সম্বন্ধে বঙ্গবাসীকে পরিচিত করাতে সম্প্রতি ক্যালকাটা ক্লাবে সাংবাদিক বৈঠক এবং আলোচনা সভার আয়োজন করেছিলেন সংস্থার কর্ণধার রুক্মিণী বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সংস্থার তৈরি স্ন্যাকিং আইটেমে যে উপাদানগুলি ব্যবহার করা হয় সেগুলির সবগুলিই অত্যন্ত স্বাস্থ্যকর। যেমন রাগি, জোয়ার, ওটস, মাখন এবং গুড়। এমন উপাদানগুলি দিয়ে তৈরি খাদ্য জিভের স্বাদের চাহিদা মেটায়। মেলে প্রয়োজনীয় পুষ্টিগুণও।