পারিবারিক সম্পত্তি সংক্রান্ত আইনি কর্মে ব্যস্ততা। ব্যবসা সম্প্রসারণে অতিরিক্ত অর্থ বিনিয়োগের পরিকল্পনা। ... বিশদ
নির্দিষ্ট দিনে তা করতে প্রায় আট ঘণ্টা সময় লাগে। প্রথমে রোগীর পুরো মূত্রথলি, প্রস্টেট, লিম্ফ নোড বাদ দেওয়া হয়। তারপর মূত্র বের হওয়ার জন্য বৃহদন্ত্র ও ক্ষুদ্রান্ত্র মিলিয়ে একটা মূত্রথলি বানানো হয় শরীরের ভিতরেই। অস্ত্রোপচারের পর বাদ দেওয়া মূত্রথলি, প্রস্টেট, লিম্ফ নোড পাঠানো হয় বায়োপসির জন্য। ক্যান্সার কতটা ছড়িয়ে পড়েছে তা দেখে নেওয়া জরুরি ছিল।
অস্ত্রোপচারের পর তপন বাউরেকে পর্যবেক্ষণের জন্য আইসিইউ’তে রাখা হয়। তবে অস্ত্রোপচারের পরের দিনই ভেন্টিলেটর থেকে সরানো হয় তাঁকে। ৪৮ ঘণ্টা পর রোগীকে তরলজাতীয় খাদ্য দেওয়া হয়। তৃতীয় দিনে অনেকটাই স্বাভাবিক হয়ে ওঠেন তিনি। দেখা যায়, শরীরে বানিয়ে দেওয়া মূত্রথলি ঠিকঠাকই কাজ করছে। কয়েকদিন পর ছাড়া পান তিনি। এই প্রসঙ্গে বি.পি. পোদ্দার হাসপাতালের গ্রুপ অ্যাডভাইসার সুপ্রিয় চক্রবর্তী বলেন, ‘রোগীদের আধুনিকতম চিকিৎসা পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। ইউরোলজি’তে অত্যাধুনিক পরিকাঠামো থাকার জন্যই এই ধরনের জটিল অস্ত্রোপচার করা সম্ভব হয়েছে। শুধু এটাই নয়, এমন অনেক জটিল অস্ত্রোপচারই সফলভাবে হচ্ছে আমাদের হাসপাতালে।’