পরিবারের সদস্যদের পারস্পরিক মতান্তর, কলহে মনে হতাশা। কাজকর্ম ভালো হবে। আয় বাড়বে। ... বিশদ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর ডাঃ তৃণাঞ্জন সারেঙ্গী (মেডিক্যাল সার্ভিস), ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের প্রধান ডাঃ হীরক ভট্টাচার্য, হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার সোমনাথ ভট্টাচার্য প্রমুখ।