সম্পত্তিজনিত বিষয়ে অশান্তি বৃদ্ধির আশঙ্কা। আত্মীয়-পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি। শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম, কর্মক্ষেত্রে গোলযোগের ... বিশদ
তবে এখানেই শেষ নয়। উৎপল সেনগুপ্ত নামে এক ব্যক্তিও ভুগছিলেন রেকটাল ক্যান্সারের সমস্যায়। বেশ কয়েকদিন যাবৎ রেকটাল ব্লিডিং, ব্যথা, খিদে কমে যাওয়া, ওজন কমে যাওয়ার সমস্যা দেখা যাচ্ছিল তাঁর। উৎপলবাবু যোগাযোগ করেন ডাঃ শুদ্ধসত্ত্ব সেন-এর সঙ্গে। ডাঃ সেন উৎপলবাবুকে পরীক্ষা করার পর একস্ট্রা লেভেটর অ্যাবডোমিনো পেরিনিয়াল এক্সিশন পদ্ধতিতে অপারেশন (ইলেপ) করার সিদ্ধান্ত নেন। এই অপারেশন হয় মাইক্রোস্কোপ বা ল্যাপেরোস্কোপের সাহায্যে। কারণ পেট কেটে পুরনো পদ্ধতিতে অপারেশন করালে রোগীকে দু’বার সার্জারির ধকল নিতে হতো। তাছাড়া পুরনো পদ্ধতিতে অপারেশন করলে, সামান্য হলেও ক্যান্সার কোষ রোগীর দেহে থেকে যাওয়ার আশঙ্কা ছিল। ইলেপ পদ্ধতিতে সেই আশঙ্কা অনেকটাই কমে। ডাঃ সেন জানিয়েছেন, রোগী এখন যথেষ্ট ভালো আছে।