উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। উচ্চতর বিদ্যার ক্ষেত্রে শুভ ফল পাবে। কর্মপ্রার্থীদের ... বিশদ
তোমার টেবিল-এর উপর তিনটে তাস চিৎ করে রাখা আছে। এর উপরে তিনটে কাগজের ছোট গ্লাসও আছে। (ছবি দেখো)। দর্শকবন্ধুদের কাছ থেকে যে কোনও একটা কয়েন বা আঁটি চেয়ে নাও। অন্য একজন বন্ধুকে কয়েন বা আঁটিটা দাও।
এইবার তুমি (জাদুকর) বলো, ‘আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি বা পিছন ঘুরে দাঁড়াচ্ছি। অর্থাৎ আমি কোনও কিছু দেখব না। যে কোনও একজন দর্শকবন্ধু যে কোনও একটা গ্লাস পছন্দ করবে এবং হাতে তুলে নেবে। গ্লাসের ভেতরটা দেখবে তারপর আঁটি বা কয়েনটা গ্লাসের মধ্যে ফেলে দেবে। তারপর বাকি তিনটে তাস দিয়ে সব গ্লাসগুলি ঢাকা দেবে। যেন কিছু বাইরে থেকে দেখা না যায়। এই সমস্ত কাজগুলি হয়ে গেলে, আমাকে (জাদুকরকে) বলবে।’ এইবার আমি (জাদুকর) এসে একটু চিন্তা করে, (থট-রিডিং) বলে দিলাম যে কোন গ্লাসের ভেতর কয়েন বা আঁটিটা আছে।
কী করে বললাম?
এই খেলায় ছ’টা তাস ব্যবহার করার কথা বলেছি। এগুলো গ্লাসগুলো রাখা এবং ঢাকা দেবার জন্য। এর মধ্যে তিনটে তাস একটু অন্য রকমের। আমি রুইতনের দশ (10 of Diamond), ইস্কাবনের আট (8 of Spades) এবং রুইতনের সাত (7 of Diamond) এই তিনটে তাস চিৎ করে রেখে গ্লাসগুলো রেখেছি। এই ধরনের তাসগুলোর ফোঁটাগুলোর একটা বিশেষ গুণ আছে। এগুলোর একটা pointed মুখ আছে। তাই এরা তোমার নির্দেশক তাস।
আর অন্যদিকে কাগজের যে গ্লাস তিনটি ব্যবহার করা হয়েছে, সেগুলোর প্রত্যেকটাতেই লম্বাভাবে কোম্পানির নাম লেখা আছে। এখানে চা খাওয়ার জন্য যে গ্লাসগুলি পাওয়া যায়, এর সবগুলোতেই লম্বালম্বিভাবে কোম্পানির নাম ছাপা থাকে। এটাই আজকের খেলার মূলমন্ত্র বা চাবিকাঠি। প্রয়োজনে তোমার বোঝার সুবিধার জন্য কালো পেন দিয়ে ছোট একটা রেখা করে নিতে পার।
খেলাটা কীভাবে দেখাতে হবে
প্রথমে ছবির মতো নির্দেশক তাসগুলি রাখো। Pointed মুখগুলি তোমার নিজের দিকে চিৎ করে রাখবে। এর উপরে তিনটি গ্লাস রাখো এমনভাবে যেন কোম্পানির নাম লেখাটা লম্বালম্বিভাবে নির্দেশক তাসের মুখের উপরে থাকে। এবার দর্শকবন্ধুদের গ্লাস পছন্দ করা, কয়েন রাখা
ইত্যাদি বিষয়ে বিশদে বুঝিয়ে চলে গেলে। ফিরে এসে, তোমার কাজ কয়েন, আঁটি
নিয়ে কিছু কথা বলে, একটু চিন্তার ভান করে বলে দেওয়া কোন গ্লাসের মধ্যে কয়েন বা আঁটি আছে। বলা বাহুল্য, এই সময় আড়চোখে তুমি দেখো নিয়েছ কোন গ্লাসটা নির্দেশক তাসের সঙ্গে একই বিন্দুতে নেই। অর্থাৎ একটু সরে গিয়েছে।
এই খেলায় লাগবে
এক. মোট ছ’টা তাস, যার মধ্যে তিনটি দিক নির্দেশক। এখানে রুইতনের সাত, রুইতনের দশ এবং ইস্কাবনের আট নেওয়া হয়েছে।
দুই. তিনটে কাগজের গ্লাস।
তিন. দর্শকদের আঁটি, কয়েন বা ছোট অন্য কিছু।
পুনশ্চ
এই ধরনের খেলাগুলি যে কোনও জায়গায়, যে কোনও পরিবেশে দেখানো যেতে পারে। তোমাদের দেখানোর গুণে অসাধারণ হয়ে উঠতে পারে যে কোনও সময়। তাই, হ-য-ব-র-ল বিভাগে ‘হিলি গিলি হোকাস ফোকাস’ নিয়মিত পড়তে হবে।
এই খেলাগুলি দেখাতে পারলে, আগামী দিনে তোমার প্রশংসায় সবাই পঞ্চমুখ হবে, এতে কোনও সন্দেহ নেই। কোনওরকম অসুবিধা হলে বা আরও ভালোভাবে জানতে এই বিভাগে যোগাযোগ করতে পারো।
ছবি: সুফল ভট্টাচার্য